ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জকসু নির্বাচন: মনোনয়নপত্র বিতরণ শুরু, ব্যানার–ফেস্টুন অপসারণের নির্দেশ প্রশাসনের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : ০৯:২২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ১২৬ Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ এর মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে । গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শহিদ সাজিদ ভবনের নিচতলায় অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১৩, ১৬ ও ১৭ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

অন্যদিকে, হল সংসদের মনোনয়নপত্র নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের অফিস কক্ষ থেকে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংগ্রহ করা যাবে। এটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। নির্ধারিত সময়ের পর আর কোনো মনোনয়নপত্র বিতরণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নির্বাচন কমিশনের সদস্যরা জানান, মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে ফর্ম সংগ্রহ করেছেন। আবার শেষ দুই দিনে চাপ বাড়বে বলে জানিয়েছেন তাঁরা। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী বলেন, “প্রার্থীদের ভালো সাড়া পাচ্ছি। সবাই স্বতঃস্ফূর্তভাবে মনোনয়নপত্র সংগ্রহ করছে। শেষের দুই দিনে চাপ আরও বাড়বে বলে মনে হচ্ছে।”

এদিকে, জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাস থেকে সব ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ উপলক্ষে শৃঙ্খলা বজায় রাখা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার স্বার্থে ১৪ নভেম্বর সকাল ১০টার মধ্যে ক্যাম্পাসের সব ক্রিয়াশীল ছাত্র, সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক সংগঠনের ঝুলানো ব্যানার–ফেস্টুন নিজ দায়িত্বে অপসারণ করতে হবে।”

অন্যদিকে, প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবি প্রকাশ সীমিত করার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে সংগঠনটির প্রতিনিধিরা অধ্যাপক ড. মোস্তফা হাসানের কাছে এই স্মারকলিপি জমা দেন।

উল্লেখ্য, আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন–২০২৫।

Please Share This Post in Your Social Media

জকসু নির্বাচন: মনোনয়নপত্র বিতরণ শুরু, ব্যানার–ফেস্টুন অপসারণের নির্দেশ প্রশাসনের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
Update Time : ০৯:২২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ এর মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে । গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শহিদ সাজিদ ভবনের নিচতলায় অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১৩, ১৬ ও ১৭ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

অন্যদিকে, হল সংসদের মনোনয়নপত্র নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের অফিস কক্ষ থেকে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংগ্রহ করা যাবে। এটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। নির্ধারিত সময়ের পর আর কোনো মনোনয়নপত্র বিতরণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নির্বাচন কমিশনের সদস্যরা জানান, মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে ফর্ম সংগ্রহ করেছেন। আবার শেষ দুই দিনে চাপ বাড়বে বলে জানিয়েছেন তাঁরা। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী বলেন, “প্রার্থীদের ভালো সাড়া পাচ্ছি। সবাই স্বতঃস্ফূর্তভাবে মনোনয়নপত্র সংগ্রহ করছে। শেষের দুই দিনে চাপ আরও বাড়বে বলে মনে হচ্ছে।”

এদিকে, জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাস থেকে সব ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ উপলক্ষে শৃঙ্খলা বজায় রাখা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার স্বার্থে ১৪ নভেম্বর সকাল ১০টার মধ্যে ক্যাম্পাসের সব ক্রিয়াশীল ছাত্র, সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক সংগঠনের ঝুলানো ব্যানার–ফেস্টুন নিজ দায়িত্বে অপসারণ করতে হবে।”

অন্যদিকে, প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবি প্রকাশ সীমিত করার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে সংগঠনটির প্রতিনিধিরা অধ্যাপক ড. মোস্তফা হাসানের কাছে এই স্মারকলিপি জমা দেন।

উল্লেখ্য, আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন–২০২৫।