ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বর্তমান সময়ে সুষ্ঠ নির্বাচনের কথা কল্পনাও করা যায় না – জামায়াত আমির ৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয়

ছেলে হিন্দু মেয়ে নিয়ে পালানোয় ভারতে মুসলিম মা-বাবাকে পিটিয়ে হত্যা

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০২:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • / ৩৬৭ Time View

ছবিঃ সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের সীতাপুরে এক মুসলিম দম্পতিকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তাদেরেই প্রতিবেশীরা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত মুসলিম দম্পতির ছেলে ও সেখানকার এক হিন্দু মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে গত শুক্রবার (১৮ আগস্ট) এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম রোববার জানিয়েছে, মুসলিশ দম্পতি আব্বাস এবং তার স্ত্রী কামরুল নিসা রডের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। এরপর সব অভিযুক্ত দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

সীতাপুর পুলিশের সুপারিনটেনডেন্ট চক্রেস মিশ্রা জানিয়েছেন, কয়েক বছর আগে (২০২০ সালে) আব্বাসের ছেলে পাশের বাড়ির এক হিন্দু মেয়েকে নিয়ে পালিয়ে যান।

ওই সময় আব্বাসের ছেলের বিরুদ্ধে অপহরণের মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ জেলেও পাঠিয়েছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, যখন কয়েকদিন আগে আব্বাসের ছেলে জেল থেকে মুক্তি পায় তখন মেয়ের পরিবারের কয়েকজন সদস্য তাদের ওপর হামলার পরিকল্পনা করে।

পুলিশের সুপারিনটেনডেন্ট চক্রেস মিশ্রা আরও জানিয়েছেন, ‘গ্রামবাসীর তথ্য অনুযায়ী, মৃত দম্পতির ছেলে শওকত এবং প্রতিবেশি হিন্দু ব্যক্তি রামপালের মেয়ে রুবির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

শওকত ২০২০ সালে রুবিকে অপহরণ করেছিল। ওই সময় রুবি প্রাপ্তবয়স্ক ছিল না। এ ঘটনায় মামলা দায়েরের পর শওকতকে জেলে পাঠানো হয়েছিল।

শওকত (ছাড়া পেয়ে) গত জুনে আবারও রুবিকে অপহরণ করে ও বিয়ে করে।’

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং জড়িত আরও দুজনকে ধরার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

ছেলে হিন্দু মেয়ে নিয়ে পালানোয় ভারতে মুসলিম মা-বাবাকে পিটিয়ে হত্যা

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০২:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩

ভারতের উত্তর প্রদেশের সীতাপুরে এক মুসলিম দম্পতিকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তাদেরেই প্রতিবেশীরা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত মুসলিম দম্পতির ছেলে ও সেখানকার এক হিন্দু মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে গত শুক্রবার (১৮ আগস্ট) এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম রোববার জানিয়েছে, মুসলিশ দম্পতি আব্বাস এবং তার স্ত্রী কামরুল নিসা রডের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। এরপর সব অভিযুক্ত দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

সীতাপুর পুলিশের সুপারিনটেনডেন্ট চক্রেস মিশ্রা জানিয়েছেন, কয়েক বছর আগে (২০২০ সালে) আব্বাসের ছেলে পাশের বাড়ির এক হিন্দু মেয়েকে নিয়ে পালিয়ে যান।

ওই সময় আব্বাসের ছেলের বিরুদ্ধে অপহরণের মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ জেলেও পাঠিয়েছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, যখন কয়েকদিন আগে আব্বাসের ছেলে জেল থেকে মুক্তি পায় তখন মেয়ের পরিবারের কয়েকজন সদস্য তাদের ওপর হামলার পরিকল্পনা করে।

পুলিশের সুপারিনটেনডেন্ট চক্রেস মিশ্রা আরও জানিয়েছেন, ‘গ্রামবাসীর তথ্য অনুযায়ী, মৃত দম্পতির ছেলে শওকত এবং প্রতিবেশি হিন্দু ব্যক্তি রামপালের মেয়ে রুবির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

শওকত ২০২০ সালে রুবিকে অপহরণ করেছিল। ওই সময় রুবি প্রাপ্তবয়স্ক ছিল না। এ ঘটনায় মামলা দায়েরের পর শওকতকে জেলে পাঠানো হয়েছিল।

শওকত (ছাড়া পেয়ে) গত জুনে আবারও রুবিকে অপহরণ করে ও বিয়ে করে।’

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং জড়িত আরও দুজনকে ধরার চেষ্টা চলছে।