ছাত্র আন্দোলনে নিহত রুদ্র সেনের বাড়ীতে শাবির ভিসিসহ প্রতিনিধিদল

- Update Time : ১২:২১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- / ১৭০ Time View
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার (১২ অক্টোবর, ২০২৪) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রুদ্র সেনের পরিবাবের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।
সকাল ৯টায় দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকায় রুদ্র সেনের বাড়িতে পৌঁছলে পরিবারের সদস্যরা প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং তাদের প্রতি কতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় প্রতিনিধি দলে ছিলেন প্রো – ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. ইউনুস আলী, ডেপুটি রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ও সিলেট বিভাগীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব।
ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বৈষম্য বিরোধী আন্দোলনে রুদ্র সেনের আত্মত্যাগ ও অবদানের বিষয়ে উল্লেখ করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক অনুদানের একটি চেক রুদ্র সেনের বাবা সুবীর সেন ও মা শিখা বণিকের হাতে তুলে দেন এবং বিশ্ববিদ্যালয়ে আসার জন্য পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানান। পরিবারের সদস্যরা রুদ্র সেনের বোনের চাকুরীর ব্যাপারে কথা বললে ভাইস চ্যান্সেলর তার চাকুরী প্রদানের আশ্বাস দেন এবং এ ব্যাপারে বিধি মোতাবেক সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ভাইস চ্যান্সেলর রুদ্র সেনের নামের ক্যাম্পাসের কোন স্থাপনা নামকরণের ঘোষণা দেন।
উল্লেখ্য, রুদ্র সেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়