ছাত্রশিবিরের জাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

- Update Time : ১২:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ৪১ Time View
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সভাপতি হিসেবে বাংলা বিভাগের ১৭-১৮ সেশনের (৪৭ ব্যাচ) শিক্ষার্থী মুহিবুর রহমান (মুহিব) এবং সেক্রেটারি হিসেবে দর্শন বিভাগের ১৭-১৮ সেশনের (৪৭ ব্যাচ) শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আবদুল্লাহ আল মামুন সাকি (৪৭), দাওয়াহ সম্পাদক মশিউর রহমান (৪৭), অফিস ও প্রচার সম্পাদক মো. মাজহারুল ইসলাম (৪৮), অর্থ সম্পাদক মো. রাকিবুল হাসান(৪৮), মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মো. রাকিবুল ইসলাম(৪৯), ছাত্রকল্যাণ সম্পাদক মো. তৌহিদ হাসান (৪৯), বিজ্ঞান সম্পাদক মো. তৌফিক হুসাইন (৪৮), গবেষণা সম্পাদক আরিফুল ইসলাম (৪৯), আন্তর্জাতিক সম্পাদক মাহদী হাসান জিহাদ (৪৮), প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. সাফায়েত মীর (৪৯), পরিবেশ ও সমাজসেবা সম্পাদক মো. তরিকুল ইসলাম (৪৯), সাহিত্য, প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক মাহাদী হাসান (৪৯), ছাত্র অধিকার সম্পাদক মো. রাকিব হোসেন (৫০), তথ্য প্রযুক্তি সম্পাদক আলী আহম্মদ (৫০), মানবাধিকার সম্পাদক মো. রায়হান উদ্দীন (৫০)।
কমিটির গঠন প্রক্রিয়া নিয়ে শিবিরের সেক্রেটারি মুস্তাফিজুর রহমান বলেন, প্রতি বছরের জানুয়ারি মাসে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সব স্তরে নতুন কমিটি দেয় ছাত্রশিবির। কমিটির সভাপতি শিবিরের সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন এবং সেক্রেটারি সদস্যদের পরামর্শের ভিত্তিতে মনোনীত হয়। পরে এতে কেন্দ্রীয় সভাপতি-সেক্রেটারি অনুমোদন দেন। তারা বাদে বাকি নেতৃত্ব সদস্যদের কাছে গ্রহণযোগ্যতা, দায়িত্বশীলতা, আনুগত্য ইত্যাদি বিষয়গুলো বিচার-বিশ্লেষণের মাধ্যমে শাখা সভাপতি ও সম্পাদক অনুমোদন করেন।
উল্লেখ্য, এর আগে বুধবার (২২ জানুয়ারি) ‘Aks Shibir,Know Shibir’ শীর্ষক সেমিনারে দুদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেয়ার ঘোষণা দেন শাখা শিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়