ছাত্রদল নেতা সজীবের উদ্যোগে দিনাজপুরে বৃক্ষ রোপন কর্মসূচী

- Update Time : ০৭:৫৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / ৫৯৯ Time View
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক উদিয়মান ছাত্রনেতা মোঃ রিসালাত ইসলাম সজীবের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় দিনাজপুর শিশুপার্কের দক্ষিণ পাশে ঘাগড়া ক্যানেলের তীরে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।
এছাড়া শিশুপার্কের পশ্চিম পাশের রাস্তা দিয়ে চলাচলকারি অর্ধশতাধিক পথচারির মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
এসময় সময় দিনাজপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরিজার রহমান তপু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুর নবী ইসলাম শুভসহ জেলা, পৌর ও সদর উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, “আগামীদিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন তাদের এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ড অব্যাহত রেখে সামনে এগিয়ে চলবে। জনগনের মৌলিক চাহিদা নিশ্চিত করা। এবং ভবিষ্যত জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনের জননন্দিত নেতা মোঃ রিসালাত ইসলাম সজীব ভাই তথা বিএনপিকে সরকার গঠন করার সুযোগ করে দিয়ে গণতন্ত্র ফিরে আনাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”