ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদলের পক্ষে পোস্ট করায় ব্রাহ্মণবাড়িয়ার ওসি প্রত্যাহার

মেহেদী হাসান মেহের, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • Update Time : ১১:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৯৪ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে দেওয়া ফেসবুক পোস্টের কারণে সমালোচনার মুখে পড়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেনকে ক্লোজ করা হয়েছে।

আজ বুধবার (১০সেপ্টেম্বর) ওসি নিজেই ক্লোজ এর বিষয়টি নিশ্চিত করেছেন। সদর মডেল থানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

গত মঙ্গলবার ডাকসু নির্বাচনের দিন সকালে নিজের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে ছাত্রদল সমর্থিত প্যানেলকে ইঙ্গিত করে একটি শুভকামনা পোস্ট দেন ওসি মোজাফফর।

ওসির ওই পোস্টে লেখা ছিল, মেধাবীদের জন্য শুভ কামনা রইলো ২১, ১৭, ০৮। মুহূর্তের মধ্যেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং সমালোচনার ঝড় ওঠে। অন্যদিকে উনার আরেকটি পোস্টে লেখা ছিল ‘আইডিতে শকুনের চোখ পড়েছে। হ্যাক করার চেষ্টা চলছে।’ স্থানীয়ভাবে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে ব্যাপক প্রশ্ন তৈরি হয়।

ওসি মোজাফফরের ছাত্রদলের পক্ষে পোস্ট ঘিরে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল আলোচনা ও নিন্দা শুরু হয়। এর পরদিনই তাকে ক্লোজ করা হলো।

Please Share This Post in Your Social Media

ছাত্রদলের পক্ষে পোস্ট করায় ব্রাহ্মণবাড়িয়ার ওসি প্রত্যাহার

মেহেদী হাসান মেহের, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
Update Time : ১১:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে দেওয়া ফেসবুক পোস্টের কারণে সমালোচনার মুখে পড়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেনকে ক্লোজ করা হয়েছে।

আজ বুধবার (১০সেপ্টেম্বর) ওসি নিজেই ক্লোজ এর বিষয়টি নিশ্চিত করেছেন। সদর মডেল থানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

গত মঙ্গলবার ডাকসু নির্বাচনের দিন সকালে নিজের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে ছাত্রদল সমর্থিত প্যানেলকে ইঙ্গিত করে একটি শুভকামনা পোস্ট দেন ওসি মোজাফফর।

ওসির ওই পোস্টে লেখা ছিল, মেধাবীদের জন্য শুভ কামনা রইলো ২১, ১৭, ০৮। মুহূর্তের মধ্যেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং সমালোচনার ঝড় ওঠে। অন্যদিকে উনার আরেকটি পোস্টে লেখা ছিল ‘আইডিতে শকুনের চোখ পড়েছে। হ্যাক করার চেষ্টা চলছে।’ স্থানীয়ভাবে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে ব্যাপক প্রশ্ন তৈরি হয়।

ওসি মোজাফফরের ছাত্রদলের পক্ষে পোস্ট ঘিরে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল আলোচনা ও নিন্দা শুরু হয়। এর পরদিনই তাকে ক্লোজ করা হলো।