ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কালীগঞ্জে ঈদ পূর্নমিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পঞ্চগড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক কাযক্রম গ্রহণ রংপুরে তিস্তা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার যৌথবাহিনীর হাতে রসিক কাউন্সিলর গ্রেফতার লোহাগাড়া সড়ক দূর্ঘটনা ট্রাজেডি: মৃত্যুর মিছিলে যুক্ত হল আরও ৩জন লোহাগাড়ায় থামছেইনা মহাসড়কের মৃত্যুর মিছিল, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৫ আহত ৯ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরে ১২০ পরিবারে ঈদ পালন লঞ্চ থেকে আবর্জনা নদীতে ফেললে নেয়া হবে ব্যবস্থা রংপুরে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে আটটায় বরগুনায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত

ছয় বছর পর ফিরছে সিআইডি, রয়েছে চমক

বিনোদন ডেস্ক
  • Update Time : ১২:১৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • / ৪১ Time View

ভারতের অন্যতম জনপ্রিয় টেলিভিশন সিরিজ সিআইডি। যা বাংলাদেশী টেলিভিশন দর্শকদের কাছেও সমান জনপ্রিয়। টানা দুই দশক ধরে গোয়েন্দাভিত্তিক এই সিরিজের গল্পে বুঁদ হয়ে ছিল দর্শক। এসিপি প্রদ্যুমান, ইন্সপেক্টর অভিজিৎ, ইন্সপেক্টর দয়া, ফেডরিক্স, ডা. শোলাঙ্কিরা একের পর এক খুনের রহস্য উন্মোচন করে দর্শকের মন জয় করেছে। ২০১৮ সালে শেষ হয়ে গেলেও এখনো সিআইডি পুরোনো পর্বগুলো ইউটিউবে উপভোগ করেন দর্শক। ছয় বছর পর নতুনভাবে পর্দায় ফিরছে সিআইডি।

শেয়ার করা টিজারে দেখা যাচ্ছে, এসিপি প্রদ্যুম্নের ভূমিকায় আগের মতোই অভিনয় করছেন শিবাজী সত্যম। যাকে একটি পুলিশের গাড়ি থেকে উত্তেজিত অবস্থায় নামতে দেখা যায়। ব্যাপক বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় কালো ওভারকোট পরে গাড়ি এসিপি প্রদ্যুম্ন থেকে নামলেন। মনে করা হচ্ছে কোনো এলাকায় বোমা বিস্ফোরণ হতে চলেছে আর সেই জায়গার সন্ধানেই এসেছেন তিনি। হাতে শক্ত করে ধরে রেখেছেন সেই ছাতা। আবহে সেই ক্লাসিক থিম মিউজিক শোনা যায়। পাশাপাশি এ প্রোমো দেখে অনুরাগীদের মনে পুরোনো স্মৃতি জেগে উঠেছে। আর এসিপির সঙ্গে সঙ্গে ক্যামেরা কাট করে বিগ ক্লোজ আপে অভিজিৎ ওরফে আদিত্য শ্রীবাস্তবের দুটি চোখ দেখা যায়। যা প্রোমোর উত্তেজনা আরও দ্বিগুণ বৃদ্ধি করেছে।

‘সিআইডি’র প্রোমোর শেষে একটা গুলির শব্দ শোনা গেছে। বোঝাই যায় আরও অ্যাকশনে ভরপুর থাকবে এ সিরিয়াল। টিজারের শেষে লেখা রয়েছে, ‘ক্যালেন্ডারে চিহ্নিত করে রাখুন, আগামী ২৬ অক্টোবর বোমা বিস্ফোরণ হতে চলেছে সিআইডির নতুন প্রোমোর মাধ্যমে’। এ টিজার দেখে সবাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

প্রকাশিত এ টিজারের মন্তব্যের ঘরে অনেকেই নিজেদের উচ্ছ্বাস ও আবেগ প্রকাশ করে লিখছেন বিভিন্ন কথা। একজন লিখেছেন, ‘আমার বাল্যকাল শৈশব যেন আবার ফিরে এলো’। আবার অন্য আরেকজন লিখেছেন, ‘চরম স্তরে আছে উত্তেজনার পারদ। শৈশবের স্মৃতি নিয়ে ফিরছে সিআইডি’।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে শুরু হয় বিপি সিংহ পরিচালিত সিআইডি। এই সিরিয়ালে এসিপি প্রদ্যুম্নর চরিত্রে অভিনয় করেন শিবাজি সত্যম। দয়ার চরিত্রে অভিনয় করেছিলেন দয়ানন্দ শেঠি। এক সময় এই সিরিয়াল থেকে ধারাবাহিক জগতের একাধিক তারকাও উঠে আসেন। এসিপি প্রদ্যুম্ন, দয়া এবং অভিজিৎ ত্রয়ীর জনপ্রিয়তা আজও অটুট। এবারেও এই ধারাবাহিকের ওই ত্রয়ীর পাশাপাশি দেখা যাবে নরেন্দ্র গুপ্তা, হৃষীকেশ পাণ্ডে, অংশা শায়েদ প্রমুখ অভিনেতাকে।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

ছয় বছর পর ফিরছে সিআইডি, রয়েছে চমক

বিনোদন ডেস্ক
Update Time : ১২:১৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

ভারতের অন্যতম জনপ্রিয় টেলিভিশন সিরিজ সিআইডি। যা বাংলাদেশী টেলিভিশন দর্শকদের কাছেও সমান জনপ্রিয়। টানা দুই দশক ধরে গোয়েন্দাভিত্তিক এই সিরিজের গল্পে বুঁদ হয়ে ছিল দর্শক। এসিপি প্রদ্যুমান, ইন্সপেক্টর অভিজিৎ, ইন্সপেক্টর দয়া, ফেডরিক্স, ডা. শোলাঙ্কিরা একের পর এক খুনের রহস্য উন্মোচন করে দর্শকের মন জয় করেছে। ২০১৮ সালে শেষ হয়ে গেলেও এখনো সিআইডি পুরোনো পর্বগুলো ইউটিউবে উপভোগ করেন দর্শক। ছয় বছর পর নতুনভাবে পর্দায় ফিরছে সিআইডি।

শেয়ার করা টিজারে দেখা যাচ্ছে, এসিপি প্রদ্যুম্নের ভূমিকায় আগের মতোই অভিনয় করছেন শিবাজী সত্যম। যাকে একটি পুলিশের গাড়ি থেকে উত্তেজিত অবস্থায় নামতে দেখা যায়। ব্যাপক বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় কালো ওভারকোট পরে গাড়ি এসিপি প্রদ্যুম্ন থেকে নামলেন। মনে করা হচ্ছে কোনো এলাকায় বোমা বিস্ফোরণ হতে চলেছে আর সেই জায়গার সন্ধানেই এসেছেন তিনি। হাতে শক্ত করে ধরে রেখেছেন সেই ছাতা। আবহে সেই ক্লাসিক থিম মিউজিক শোনা যায়। পাশাপাশি এ প্রোমো দেখে অনুরাগীদের মনে পুরোনো স্মৃতি জেগে উঠেছে। আর এসিপির সঙ্গে সঙ্গে ক্যামেরা কাট করে বিগ ক্লোজ আপে অভিজিৎ ওরফে আদিত্য শ্রীবাস্তবের দুটি চোখ দেখা যায়। যা প্রোমোর উত্তেজনা আরও দ্বিগুণ বৃদ্ধি করেছে।

‘সিআইডি’র প্রোমোর শেষে একটা গুলির শব্দ শোনা গেছে। বোঝাই যায় আরও অ্যাকশনে ভরপুর থাকবে এ সিরিয়াল। টিজারের শেষে লেখা রয়েছে, ‘ক্যালেন্ডারে চিহ্নিত করে রাখুন, আগামী ২৬ অক্টোবর বোমা বিস্ফোরণ হতে চলেছে সিআইডির নতুন প্রোমোর মাধ্যমে’। এ টিজার দেখে সবাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

প্রকাশিত এ টিজারের মন্তব্যের ঘরে অনেকেই নিজেদের উচ্ছ্বাস ও আবেগ প্রকাশ করে লিখছেন বিভিন্ন কথা। একজন লিখেছেন, ‘আমার বাল্যকাল শৈশব যেন আবার ফিরে এলো’। আবার অন্য আরেকজন লিখেছেন, ‘চরম স্তরে আছে উত্তেজনার পারদ। শৈশবের স্মৃতি নিয়ে ফিরছে সিআইডি’।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে শুরু হয় বিপি সিংহ পরিচালিত সিআইডি। এই সিরিয়ালে এসিপি প্রদ্যুম্নর চরিত্রে অভিনয় করেন শিবাজি সত্যম। দয়ার চরিত্রে অভিনয় করেছিলেন দয়ানন্দ শেঠি। এক সময় এই সিরিয়াল থেকে ধারাবাহিক জগতের একাধিক তারকাও উঠে আসেন। এসিপি প্রদ্যুম্ন, দয়া এবং অভিজিৎ ত্রয়ীর জনপ্রিয়তা আজও অটুট। এবারেও এই ধারাবাহিকের ওই ত্রয়ীর পাশাপাশি দেখা যাবে নরেন্দ্র গুপ্তা, হৃষীকেশ পাণ্ডে, অংশা শায়েদ প্রমুখ অভিনেতাকে।

নওরোজ/এসএইচ