ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ছক্কায় শেবাগকে ছাড়িয়ে গেল  পান্ত

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৬:২৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ৬২ Time View

রিশাভ পান্ত

অফ স্টাম্পের বাইরের বল। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে সজোরে মারলেন রিশাভ পান্ত। বল লং-অন দিয়ে উড়ে পড়ল সীমানার বাইরে। এই শটেই টেস্ট ক্রিকেটে রেকর্ডের একটি পাতায় নাম উঠে গেলে ভারতীয় কিপার-ব্যাটসম্যানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতা টেস্টের দ্বিতীয় দিন শনিবার কেশাভ মহারাজকে ওই ছক্কা মারেন পান্ত। টেস্টে এনিয়ে ৮৩ ইনিংসে তার ছক্কা হলো ৯২টি, ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বোচ্চ।

পান্ত ভেঙে দিলেন পূর্বসূরি ভিরেন্দার শেবাগের রেকর্ড। ১২ বছরের টেস্ট ক্যারিয়ারে ১০৪ ম্যাচ খেলে ৯১টি ছক্কা মেরেছিলেন বিস্ফোরক এই ব্যাটসম্যান।

টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় পান্ত আছেন ষষ্ঠ স্থানে। ক্রিকেটের অভিজাত সংস্করণে শত ছক্কা মারতে পেরেছেন কেবল তিনজন। রেকর্ড ১৩৬ ছক্কা ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের। ১০৭ ছক্কা মেরেছেন নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, তিনি এখন ইংল্যান্ড দলের কোচ। অস্ট্রেলিয়ার কিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের ছক্কা ঠিক ১০০টি।

ইডেন গার্ডেন্সে এদিন শুবমান গিল ঘাড়ের চোট নিয়ে মাঠ ছাড়লে ক্রিজে যান পান্ত। মহারাজকে চারের পর ছক্কায় ওড়ান তিনি মিড-অফ দিয়ে। ওই ছক্কায় শেবাগের পাশে বসেন পান্ত। পরে আরেকবার বল বাউন্ডারির বাইরে উড়িয়ে ফেলে রেকর্ডটি নিজের করে নেন বাঁহাতি ব্যাটসম্যান।

ইনিংসটি যদিও বড় করতে পারেননি পান্ত। কর্বিন বশের বলে কট বিহাইন্ড হয়ে ফিরে যান দুটি করে ছক্কা-চারে ২৪ বলে ২৭ রান করে।

পান্তের মতো ভারতের বাকিরাও ছিলেন ব্যর্থ। তাদের একজনও করতে পারেননি ফিফটি। ১ ছক্কা ও ৪টি চারে সর্বোচ্চ ৩৯ রান করেন লোকেশ রাহুল। ব্যাটিং ধসে প্রথম ইনিংসে স্রেফ ১৮৯ রানে গুটিয়ে যায় ভারত।

Please Share This Post in Your Social Media

ছক্কায় শেবাগকে ছাড়িয়ে গেল  পান্ত

স্পোর্টস ডেস্ক
Update Time : ০৬:২৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

অফ স্টাম্পের বাইরের বল। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে সজোরে মারলেন রিশাভ পান্ত। বল লং-অন দিয়ে উড়ে পড়ল সীমানার বাইরে। এই শটেই টেস্ট ক্রিকেটে রেকর্ডের একটি পাতায় নাম উঠে গেলে ভারতীয় কিপার-ব্যাটসম্যানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতা টেস্টের দ্বিতীয় দিন শনিবার কেশাভ মহারাজকে ওই ছক্কা মারেন পান্ত। টেস্টে এনিয়ে ৮৩ ইনিংসে তার ছক্কা হলো ৯২টি, ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বোচ্চ।

পান্ত ভেঙে দিলেন পূর্বসূরি ভিরেন্দার শেবাগের রেকর্ড। ১২ বছরের টেস্ট ক্যারিয়ারে ১০৪ ম্যাচ খেলে ৯১টি ছক্কা মেরেছিলেন বিস্ফোরক এই ব্যাটসম্যান।

টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় পান্ত আছেন ষষ্ঠ স্থানে। ক্রিকেটের অভিজাত সংস্করণে শত ছক্কা মারতে পেরেছেন কেবল তিনজন। রেকর্ড ১৩৬ ছক্কা ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের। ১০৭ ছক্কা মেরেছেন নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, তিনি এখন ইংল্যান্ড দলের কোচ। অস্ট্রেলিয়ার কিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের ছক্কা ঠিক ১০০টি।

ইডেন গার্ডেন্সে এদিন শুবমান গিল ঘাড়ের চোট নিয়ে মাঠ ছাড়লে ক্রিজে যান পান্ত। মহারাজকে চারের পর ছক্কায় ওড়ান তিনি মিড-অফ দিয়ে। ওই ছক্কায় শেবাগের পাশে বসেন পান্ত। পরে আরেকবার বল বাউন্ডারির বাইরে উড়িয়ে ফেলে রেকর্ডটি নিজের করে নেন বাঁহাতি ব্যাটসম্যান।

ইনিংসটি যদিও বড় করতে পারেননি পান্ত। কর্বিন বশের বলে কট বিহাইন্ড হয়ে ফিরে যান দুটি করে ছক্কা-চারে ২৪ বলে ২৭ রান করে।

পান্তের মতো ভারতের বাকিরাও ছিলেন ব্যর্থ। তাদের একজনও করতে পারেননি ফিফটি। ১ ছক্কা ও ৪টি চারে সর্বোচ্চ ৩৯ রান করেন লোকেশ রাহুল। ব্যাটিং ধসে প্রথম ইনিংসে স্রেফ ১৮৯ রানে গুটিয়ে যায় ভারত।