ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বর্তমান সময়ে সুষ্ঠ নির্বাচনের কথা কল্পনাও করা যায় না – জামায়াত আমির ৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয়

চোখে ড্রপ দেওয়ার সঠিক নিয়ম জেনে নিন

নওরোজ স্বাস্থ্য ডেস্ক
  • Update Time : ০৮:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
  • / ৭৮৫ Time View

চোখ নেই তো পৃথিবী অন্ধকার। আর মূল্যবান এই চোখ নিয়ে অনেকে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন। চোখে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। বিশেষ করে কনজাংটিভাইটিস (বিভিন্ন ধরনের হয়), ক্যালাজিওন, স্টাই, ক্যাটারেক্ট, ইত্যাদি। তখন আমাদের চোখে ড্রপ ব্যবহার করতে হয়। আর এ ক্ষেত্রে বিভিন্ন বিষয় লক্ষ রাখা গুরুত্বপূর্ণ। অনেকেরই মনে প্রশ্ন আসে যে-

♦ ড্রপ দেওয়ার সঠিক নিয়ম কী?
♦ এক ফোঁটার বেশি দিলে কী সমস্যা?
♦ ড্রপ আর মলমের মধ্যে কোনটি আগে দেব?
♦ এক কৌটা ড্রপ সর্বোচ্চ কত দিন ব্যবহার করা যায়?
♦ ড্রপ বা মলম দেওয়ার পর কতক্ষণ চোখ বন্ধ রাখব?
♦ ড্রপ বা মলম দেওয়ার কতক্ষণ পর চোখ ধুয়ে ফেলব? আদৌ প্রয়োজন আছে কি?
ড্রপ ব্যবহারের নিয়মাবলি
♦ ড্রপ ব্যবহারের আগে হাত ভালো করে ধোয়া।
♦ যেদিন প্রথম ড্রপের বোতলের ক্যাপ খোলা হবে সেদিন ড্রপের বোতলের গায়ে তারিখটা লিখে রাখবেন।
কারণ ড্রপের মুখ খোলার পর এক মাসের বেশি ওই ড্রপের বোতল ব্যবহার করা যায় না বা উচিত নয়।
♦ যদি ড্রপটি সাসপেনশন টাইপ হয়, তাহলে ব্যবহারের আগে ঝাঁকিয়ে নিতে হবে।
♦ এরপর রোগীকে বসিয়ে মাথাটা পেছনের দিকে নিয়ে চোখের নিচের অংশ আলতোভাবে টেনে ধরে চোখের কোনায় ড্রপ দিতে হবে।
♦ ড্রপ দেওয়ার পর কমপক্ষে ১০ সেকেন্ড চোখ বন্ধ করে রাখতে হবে।
তবে ৩০ সেকেন্ড থেকে এক মিনিট বন্ধ রাখা উত্তম।
♦ ড্রপ চোখে দেওয়ার পর চোখের কোনায় নাকের পাশটা চেপে ধরতে হবে, যাতে নাকে না চলে যায় বা চোখ বেয়ে গড়িয়ে না পড়ে।
♦ খেয়াল রাখতে হবে ড্রপ যেন কর্নিয়ায় না পড়ে এবং ড্রপের নজেলের স্পর্শ যেন চোখে, আঙুলে বা অন্য কোথাও না লাগে।
♦ প্রতিটি চোখে এক ফোঁটা করে ড্রপ দিতে হবে (মানে দুই চোখে এক ফোঁটা এক ফোঁটা করে দিতে হবে)। একের অধিক ড্রপ একই সময়ে দেওয়া যাবে না।
♦ আপনার ডাক্তার যদি একের অধিক ধরনের ড্রপ দিতে বলেন, তাহলে একই সময়ে দুই ধরনের ড্রপ দেওয়া যাবে না। এক ধরনের ড্রপ ব্যবহার করার ১০ মিনিট পর আরেক ধরনের ড্রপ ব্যবহার করতে হবে।
♦ যদি চোখের ড্রপ ও অয়েন্টমেন্ট দুটিই প্রেসক্রিপশনে থাকে, তাহলে আগে ড্রপ ব্যবহার করতে হবে, এরপর অয়েন্টমেন্ট। অয়েন্টমেন্ট ব্যবহারের অন্তত দুই ঘণ্টা পর আবার ড্রপ ব্যবহার করতে হয়।
♦ ড্রপ ব্যবহারের ফলে যদি চোখ জ¦ালাপোড়া বা অন্য কোনো সমস্যা অনুভ‚ত হয়, তাহলে ডাক্তারকে বিষয়টি জানাতে হবে।
♦ যদি কোনো ড্রপ ব্যবহারে আপনার অ্যালার্জির সমস্যা হয়ে থাকে, তাহলে আপনার ডাক্তারকে সেই ড্রপটির নাম জানান।
♦ চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে চোখের ড্রপ ব্যবহার বন্ধ করবেন না।
♦ ড্রপের মেয়াদ শেষের তারিখ দেখে নিন। চিকিৎসকের নির্দেশিত তারিখের পরও যদি আই ড্রপ থেকে যায়, তাহলে তা ব্যবহার করবেন না।
এড়িয়ে চলুন
♦ চোখ লাল হলে নিজে নিজে আই ড্রপ ব্যবহার করবেন না।
♦ আই ড্রপের বোতলটি যেন চোখে লেগে না যায়, সেদিকে খেয়াল রাখুন। কোনো কোনো বোতলের মুখের কাছে একটি বাড়তি রিং আকৃতির অংশ থাকে, ড্রপ দেওয়ার সময় এটি খুলে না ফেললে চোখে আঘাত লাগার ঝুঁকি থাকে। এ রকম রিং থাকলে চোখে ড্রপ দেওয়ার আগেই সেটি খুলে একেবারে ফেলে দিন।
♦ কখনোই চোখের কালো অংশে অর্থাৎ কর্নিয়ায় সরাসরি ড্রপ ফেলবেন না।
♦ কন্টাক্ট লেন্স পরা অবস্থায় আই ড্রপ বা অয়েন্টমেন্ট ব্যবহার করবেন না।

(লেখক কনসালট্যান্ট বসুন্ধরা আই হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ঢাকা)

 

Please Share This Post in Your Social Media

চোখে ড্রপ দেওয়ার সঠিক নিয়ম জেনে নিন

নওরোজ স্বাস্থ্য ডেস্ক
Update Time : ০৮:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩

চোখ নেই তো পৃথিবী অন্ধকার। আর মূল্যবান এই চোখ নিয়ে অনেকে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন। চোখে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। বিশেষ করে কনজাংটিভাইটিস (বিভিন্ন ধরনের হয়), ক্যালাজিওন, স্টাই, ক্যাটারেক্ট, ইত্যাদি। তখন আমাদের চোখে ড্রপ ব্যবহার করতে হয়। আর এ ক্ষেত্রে বিভিন্ন বিষয় লক্ষ রাখা গুরুত্বপূর্ণ। অনেকেরই মনে প্রশ্ন আসে যে-

♦ ড্রপ দেওয়ার সঠিক নিয়ম কী?
♦ এক ফোঁটার বেশি দিলে কী সমস্যা?
♦ ড্রপ আর মলমের মধ্যে কোনটি আগে দেব?
♦ এক কৌটা ড্রপ সর্বোচ্চ কত দিন ব্যবহার করা যায়?
♦ ড্রপ বা মলম দেওয়ার পর কতক্ষণ চোখ বন্ধ রাখব?
♦ ড্রপ বা মলম দেওয়ার কতক্ষণ পর চোখ ধুয়ে ফেলব? আদৌ প্রয়োজন আছে কি?
ড্রপ ব্যবহারের নিয়মাবলি
♦ ড্রপ ব্যবহারের আগে হাত ভালো করে ধোয়া।
♦ যেদিন প্রথম ড্রপের বোতলের ক্যাপ খোলা হবে সেদিন ড্রপের বোতলের গায়ে তারিখটা লিখে রাখবেন।
কারণ ড্রপের মুখ খোলার পর এক মাসের বেশি ওই ড্রপের বোতল ব্যবহার করা যায় না বা উচিত নয়।
♦ যদি ড্রপটি সাসপেনশন টাইপ হয়, তাহলে ব্যবহারের আগে ঝাঁকিয়ে নিতে হবে।
♦ এরপর রোগীকে বসিয়ে মাথাটা পেছনের দিকে নিয়ে চোখের নিচের অংশ আলতোভাবে টেনে ধরে চোখের কোনায় ড্রপ দিতে হবে।
♦ ড্রপ দেওয়ার পর কমপক্ষে ১০ সেকেন্ড চোখ বন্ধ করে রাখতে হবে।
তবে ৩০ সেকেন্ড থেকে এক মিনিট বন্ধ রাখা উত্তম।
♦ ড্রপ চোখে দেওয়ার পর চোখের কোনায় নাকের পাশটা চেপে ধরতে হবে, যাতে নাকে না চলে যায় বা চোখ বেয়ে গড়িয়ে না পড়ে।
♦ খেয়াল রাখতে হবে ড্রপ যেন কর্নিয়ায় না পড়ে এবং ড্রপের নজেলের স্পর্শ যেন চোখে, আঙুলে বা অন্য কোথাও না লাগে।
♦ প্রতিটি চোখে এক ফোঁটা করে ড্রপ দিতে হবে (মানে দুই চোখে এক ফোঁটা এক ফোঁটা করে দিতে হবে)। একের অধিক ড্রপ একই সময়ে দেওয়া যাবে না।
♦ আপনার ডাক্তার যদি একের অধিক ধরনের ড্রপ দিতে বলেন, তাহলে একই সময়ে দুই ধরনের ড্রপ দেওয়া যাবে না। এক ধরনের ড্রপ ব্যবহার করার ১০ মিনিট পর আরেক ধরনের ড্রপ ব্যবহার করতে হবে।
♦ যদি চোখের ড্রপ ও অয়েন্টমেন্ট দুটিই প্রেসক্রিপশনে থাকে, তাহলে আগে ড্রপ ব্যবহার করতে হবে, এরপর অয়েন্টমেন্ট। অয়েন্টমেন্ট ব্যবহারের অন্তত দুই ঘণ্টা পর আবার ড্রপ ব্যবহার করতে হয়।
♦ ড্রপ ব্যবহারের ফলে যদি চোখ জ¦ালাপোড়া বা অন্য কোনো সমস্যা অনুভ‚ত হয়, তাহলে ডাক্তারকে বিষয়টি জানাতে হবে।
♦ যদি কোনো ড্রপ ব্যবহারে আপনার অ্যালার্জির সমস্যা হয়ে থাকে, তাহলে আপনার ডাক্তারকে সেই ড্রপটির নাম জানান।
♦ চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে চোখের ড্রপ ব্যবহার বন্ধ করবেন না।
♦ ড্রপের মেয়াদ শেষের তারিখ দেখে নিন। চিকিৎসকের নির্দেশিত তারিখের পরও যদি আই ড্রপ থেকে যায়, তাহলে তা ব্যবহার করবেন না।
এড়িয়ে চলুন
♦ চোখ লাল হলে নিজে নিজে আই ড্রপ ব্যবহার করবেন না।
♦ আই ড্রপের বোতলটি যেন চোখে লেগে না যায়, সেদিকে খেয়াল রাখুন। কোনো কোনো বোতলের মুখের কাছে একটি বাড়তি রিং আকৃতির অংশ থাকে, ড্রপ দেওয়ার সময় এটি খুলে না ফেললে চোখে আঘাত লাগার ঝুঁকি থাকে। এ রকম রিং থাকলে চোখে ড্রপ দেওয়ার আগেই সেটি খুলে একেবারে ফেলে দিন।
♦ কখনোই চোখের কালো অংশে অর্থাৎ কর্নিয়ায় সরাসরি ড্রপ ফেলবেন না।
♦ কন্টাক্ট লেন্স পরা অবস্থায় আই ড্রপ বা অয়েন্টমেন্ট ব্যবহার করবেন না।

(লেখক কনসালট্যান্ট বসুন্ধরা আই হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ঢাকা)