চূড়ান্ত হলো বিপিএলের পাঁচ দল
- Update Time : ১২:৩৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ১৫৬৬ Time View
অবশেষে অনিশ্চয়তার অবসান। দীর্ঘ টানাপোড়েনের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার বড় চমক— নেই বরিশাল ও কুমিল্লা! নতুন করে ফিরেছে রাজশাহী।
বিসিবির নাভানা টাওয়ারে বিকেলে গভর্নিং কাউন্সিলের সভা শেষে ঘোষণা করা হয় পাঁচ দলের নাম— রংপুর রাইডার্স, সিলেট ইউনাইটেড, ঢাকা ক্যাপিটালস, রাজশাহী স্টার ও চট্টগ্রাম।
শুরুর দিকে বিপিএলে অংশ নিতে আগ্রহ দেখিয়েছিল ১১টি প্রতিষ্ঠান। পরে আলোচনায় ডাকা হয় ৯টিকে, যেখানে অনুপস্থিত ছিল চিটাগং কিংস ও দেশ ট্রাভেলস। প্রাথমিক বাছাই শেষে বাদ পড়ে তিনটি প্রতিষ্ঠান— চিটাগং কিংস, মাইন্ড ট্রি খুলনা টাইগার্স ও কুমিল্লা। টিকে যায় দেশ ট্রাভেলস।
অবশ্য গত আসরের চ্যাম্পিয়ন বরিশালের অনুপস্থিতি বেশ আলোচনার জন্ম দিয়েছে। তামিমের নেতৃত্বে দলটি গত আসরে ছিল অন্যতম আকর্ষণ, এবার তাদের জায়গা নিল নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী স্টার।
বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর। টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ জানুয়ারি, আর ফাইনাল হতে পারে ফেব্রুয়ারির ১৬ তারিখে।
দেশের ক্রিকেটপ্রেমীদের চোখ এখন ড্রাফটের দিকে— কে যাবে রাজশাহীতে, কে ফিরবে রংপুরে, আর কোন বিদেশি তারকা নামবে ঢাকায়— এই নিয়েই শুরু হয়েছে নতুন মরশুমের উত্তাপ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়































































































