চকরিয়া
চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম গ্রেপ্তার

- Update Time : ০৫:৫৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ১০৮ Time View

কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. আবুল কালাম প্রকাশ পারভেজকে (৫০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. আবুল কালাম প্রকাশ পারভেজকে (৫০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৭ জুলাই) পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আবুল কালাম চকরিয়া পৌরসভার ৬ নস্বর ওয়ার্ড মগবাজার খামার পাড়ার মেহের আলীর ছেলে। সে বর্তমানে লামার ইয়াংছা এলাকায় ভাড়া বাসায় থাকে। চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকায়ও ভাড়া বাসা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে । সে একাধিক বিয়ে করেছে বলে পুলিশ জানায় ।
জানা যায়, গতকাল বুধবার অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় কয়েকজন আসামির সাথে তাকেও গ্রেপ্তার করে পুলিশ। চুরি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে তার মোবাইল কল লিস্ট ধরে এবং ভিকটিম ছবি দেখে আবুল কালাম পারভেজ নামে আরও একনজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলেও পুলিশ জানায়। তার বিরুদ্ধে ডাকাতি, পুলিশ এসল্ট, চুরিসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার কারণে গ্রেপ্তার এড়াতে একাধিক বিয়ে ও চকরিয়া এবং লামার ভিন্ন ভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো।
গত সোমবার ১৫ (জুলাই) দিবাগত রাত ৩ টার দিকে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ভাড়া বাসার নিচতলায় জানালা দিয়ে বাঁশ ঢুকিয়ে দরজার হুক খুলে মুখোশ পড়া এক ব্যক্তি। পরে দরজা দিয়ে ঢুকে ছুরির ভয় দেখিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণ করে। ভিকটিমের মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় সে। ভাড়া বাসায় পুলিশ কনস্টেবলের স্ত্রী দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন।
স্বামী চাকুরির সুবাদে কক্সবাজারে ছিলেন। এ ঘটনায় ভিকটিমের স্বামী পুলিশ কনস্টেবল বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ধর্ষণে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।