ব্রেকিং নিউজঃ
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস

Reporter Name
- Update Time : ০৮:৪৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ১৬৯ Time View
সারা দেশে তাপমাত্রা বেশ কয়েক দিন কম ছিল। আবার শুরু হয়েছে তীব্র তাপদাহ। সোমবার (৮ মে) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জামিনুর হক।
তিনি বলেন, চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আরও বাড়বে।
এর আগে, গত ১৯ ও ২০ এপ্রিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়। যা জেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।