ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চুপিসারে দ্বিতীয় বিয়ে সারলেন সামান্থা, পাত্র কে?

বিনোদন ডেস্ক
  • Update Time : ১২:৪১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / ১৭ Time View

সামান্থা রুথ প্রভু। ছবি : সংগৃহীত

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান। গুঞ্জনকেই সত্য প্রমাণ করে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দক্ষিণী সুন্দরী সামান্থা রুথ প্রভু। পাত্র আর কেউ নন, তার দীর্ঘদিনের পরিচিত ও জনপ্রিয় পরিচালক রাজ নিদিমোরু। কোনো ধুমধাম বা জাঁকজমক নয়, ছিমছাম আয়োজনে একান্ত গোপনেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই তারকা জুটি।

আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে সদগুরুর ইশা ফাউন্ডেশনের লিঙ্গ ভৈরবী মন্দিরে সবার চোখের আড়ালে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়ে সেরেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন সামান্থা। ছবির ক্যাপশনে কোনো লম্বা চওড়া কথা নয়, শুধু জুড়ে দিয়েছেন বিশেষ দিনটির তারিখ— ‘০১.১২.২০২৫’। ছবিতে দেখা যায়, নবদম্পতি একে অপরের হাতে হাত রেখে একগাল হাসি নিয়ে তাকিয়ে আছেন।

বিয়ের সাজে সামান্থা-রাজ বিশেষ এই দিনে সেজে উঠেছিলেন সনাতনী সাজে। তার পরনে ছিল টুকটুকে লাল ভারী কাজের বেনারসি শাড়ি, গা ভর্তি সোনার গয়না, খোঁপায় ফুল আর নামমাত্র মেকআপ। অন্যদিকে, বর রাজ নিদিমোরুর পরনে ছিল ধবধবে সাদা পাঞ্জাবি, সঙ্গে ঘিয়ে রঙের জওহর কোট।

শুটিং ফ্লোর থেকে ছাদনাতলায় সামান্থা এবং রাজের পেশাগত বন্ধন দীর্ঘদিনের। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন টু এবং ‘সিটাডেল : হানি বানি’-তে সামান্থা অভিনয় করেছেন, আর রাজ ছিলেন পরিচালকের ভূমিকায়। শুটিং ফ্লোরের সেই সৌহার্দ্য আর কর্মসূত্রে ঘনিষ্ঠতাই ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। ২০২৪ সাল থেকেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। সামনেও নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড : দ্য ব্লাডি কিংডম’-এ তাদের একসঙ্গে কাজ করতে দেখা যাবে।

অতীত ও বর্তমান এটি সামান্থার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন তিনি, যা ২০২১ সালে বিচ্ছেদে গড়ায়। অন্যদিকে, রাজ নিদিমোরুও ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত শ্যামালি দে-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন।

কয়েক দিন আগেই সামান্থার সুগন্ধি ব্র্যান্ড ‘সিক্রেট আলকেমিস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাজের উপস্থিতি এবং তাদের ঘনিষ্ঠ আলিঙ্গনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তখন থেকেই গুঞ্জন জোরালো হয়। অবশেষে সব বিতর্ক পেছনে ফেলে নতুন সংসারে পা রাখলেন এই জুটি।

Please Share This Post in Your Social Media

চুপিসারে দ্বিতীয় বিয়ে সারলেন সামান্থা, পাত্র কে?

বিনোদন ডেস্ক
Update Time : ১২:৪১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান। গুঞ্জনকেই সত্য প্রমাণ করে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দক্ষিণী সুন্দরী সামান্থা রুথ প্রভু। পাত্র আর কেউ নন, তার দীর্ঘদিনের পরিচিত ও জনপ্রিয় পরিচালক রাজ নিদিমোরু। কোনো ধুমধাম বা জাঁকজমক নয়, ছিমছাম আয়োজনে একান্ত গোপনেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই তারকা জুটি।

আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে সদগুরুর ইশা ফাউন্ডেশনের লিঙ্গ ভৈরবী মন্দিরে সবার চোখের আড়ালে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়ে সেরেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন সামান্থা। ছবির ক্যাপশনে কোনো লম্বা চওড়া কথা নয়, শুধু জুড়ে দিয়েছেন বিশেষ দিনটির তারিখ— ‘০১.১২.২০২৫’। ছবিতে দেখা যায়, নবদম্পতি একে অপরের হাতে হাত রেখে একগাল হাসি নিয়ে তাকিয়ে আছেন।

বিয়ের সাজে সামান্থা-রাজ বিশেষ এই দিনে সেজে উঠেছিলেন সনাতনী সাজে। তার পরনে ছিল টুকটুকে লাল ভারী কাজের বেনারসি শাড়ি, গা ভর্তি সোনার গয়না, খোঁপায় ফুল আর নামমাত্র মেকআপ। অন্যদিকে, বর রাজ নিদিমোরুর পরনে ছিল ধবধবে সাদা পাঞ্জাবি, সঙ্গে ঘিয়ে রঙের জওহর কোট।

শুটিং ফ্লোর থেকে ছাদনাতলায় সামান্থা এবং রাজের পেশাগত বন্ধন দীর্ঘদিনের। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন টু এবং ‘সিটাডেল : হানি বানি’-তে সামান্থা অভিনয় করেছেন, আর রাজ ছিলেন পরিচালকের ভূমিকায়। শুটিং ফ্লোরের সেই সৌহার্দ্য আর কর্মসূত্রে ঘনিষ্ঠতাই ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। ২০২৪ সাল থেকেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। সামনেও নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড : দ্য ব্লাডি কিংডম’-এ তাদের একসঙ্গে কাজ করতে দেখা যাবে।

অতীত ও বর্তমান এটি সামান্থার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন তিনি, যা ২০২১ সালে বিচ্ছেদে গড়ায়। অন্যদিকে, রাজ নিদিমোরুও ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত শ্যামালি দে-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন।

কয়েক দিন আগেই সামান্থার সুগন্ধি ব্র্যান্ড ‘সিক্রেট আলকেমিস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাজের উপস্থিতি এবং তাদের ঘনিষ্ঠ আলিঙ্গনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তখন থেকেই গুঞ্জন জোরালো হয়। অবশেষে সব বিতর্ক পেছনে ফেলে নতুন সংসারে পা রাখলেন এই জুটি।