চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাড়ে ৪ কোটি টাকার মাদক ধ্বংস

- Update Time : ০৯:১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ৩৬ Time View
ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান বলেছেন, নেশা চরম হতাশা এবং জীবন নামক স্বপ্নের মৃত্যু। আমরা হতাশায় নিমজ্জিত এমন প্রজন্ম সৃষ্টি হোক তা চাই না। আমরা চাই মাদক নিয়ন্ত্রেণে ব্যাপক গণসচেতনতার প্রয়োজন।
আসুন আমরা মাদককে না বলি, এ প্রজন্মকে আগামী দিনের সুন্দর বাংলাদেশের নেতৃত্ব প্রদানের সক্ষমতা অর্জন করি। গতকাল ১৫ অক্টোবর বুধবার বিকালে কুরুলিয়ার পাড়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মুখে আধুনিক চুল্লি এবং ভারী যান (ভোল্ডোজার ) ব্যবহার করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন সময়ে মাদকসহ বিভিন্ন আলামতের নিস্পত্তিকৃত মামলার সাড়ে ৪ কোটি টাকার বিভিন্ন মাদক ও আলামত ধ্বংসকালে একথা বলেন। ধ্বংসকালে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এস.এম এমরান হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন ভ‚ইয়া, সিনিয়র জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট মেছবাহ উদ্দিন আহমেদ ও আদালতের পুলিশ পরিদর্শক।
ধ্বংসকৃত মাদক ও আলামতের মধ্যে রয়েছে গাঁজা ২ হাজার ২শত ২৬ কেজি, ইয়াবা ট্যাবলেট ২৬ হাজার ৪শত ৩৬টি, ফেন্সিডিল ৭শত ৮২ বোতল, স্কফ সিরাজ ১হাজার ৪শত১৫ বোতল, বিদেশী মদ ২৩১ বোতল ও চোলাই মদ ১শত ২৮ লিটার, বিদেশী বিয়ার ১২ বোতল এবং ডিসোপেন ট্যাবলেট ১৬ টি। সুত্র জানান নিস্পত্তিকৃত মামলার মাদক বা আলামত ধ্বংসের কার্যক্রম অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়