চীন থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান

- Update Time : ০৯:২৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ৩২ Time View
মহাকাশে বিশেষ ধরনের রিমোট সেন্সিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে পাকিস্তান।
মিত্র দেশ চীনের সিচুয়ানের শিচ্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার (এক্সএসএলসি)থেকে বৃহস্পতিবার (৩১ জুলাই) এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এই মিশন পরিচালনা করেছে পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো।
এতে যৌথভাবে সহযোগিতা করেছে চীনের সিইটিসি এবং মাইক্রোস্যাট। চীনের কুয়াইঝোউ-১এ রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি নির্ধারিত কক্ষপথে পাঠানো হয়। এটি এই রকেটের ২৯তম সফল উৎক্ষেপণ।
বৃহস্পতিবার পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশন-সুপারকো জানায়, চীনের শিচ্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হয়।
মহাকাশে নিজেদের নতুন স্যাটেলাইট পাঠানো পাকিস্তান তাদের স্পেস প্রোগ্রামের বড় অর্জন বলে বর্ণনা করেছে।
পাকিস্তানের নতুন এই স্যাটেলাইট মহাকাশ থেকে পৃথিবীর ওপর নজর রাখবে। বিশেষ করে কৃষি ও পরিবেশগত বিষয় বিশ্লেষণে এই স্যাটেলাইট সহায়তা করবে বলে জানিয়েছে পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা।
চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশন ও মাইক্রোসেট চায়নার যৌথ সহযোগিতায় এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।
এর আগে ২০১৮ সালে মহাকাশে নিজেদের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট পিআরএসএস-ওয়ান পাঠিয়েছিল পাকিস্তান। নতুন পাঠানো স্যাটেলাইট নিয়ে মহাকাশে এখন পাকিস্তানের ৫টি স্যাটেলাইট রয়েছে।
এসব স্যাটেলাইট বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে ব্যবহার করছে পাকিস্তান।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই স্যাটেলাইট দেশের উচ্চ-রেজোলিউশন এবং দিন-রাত পর্যবেক্ষণে সক্ষমতা বাড়াবে। এটি দুর্যোগ ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা, পরিবেশ সুরক্ষা, কৃষি পর্যবেক্ষণ, খাদ্য নিরাপত্তা, জলবায়ু বিশ্লেষণ এবং পানিসম্পদ ব্যবস্থাপনায় সহায়ক হবে।
পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল দুজনই সুপারকো এবং চীনা অংশীদারদের অভিনন্দন জানিয়ে বলেন, এটি পাকিস্তানের মহাকাশ কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং চীন-পাকিস্তান ‘সৌহার্দপূর্ণ বন্ধুত্ব’-কে মহাকাশ পর্যন্ত নিয়ে গেছে।
খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।