চীনে করোনার মত নতুন বিধ্বংসী ভাইরাস সংক্রমণের ঝুঁকি

- Update Time : ০৪:৪১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ১৪৮ Time View
চীনে করোনাভাইরাস সংক্রমণের ৫ বছর পর এবার দ্রুত ছড়িয়ে পড়ছে হিউম্যান মেটাপনিমোভাইরাস (এইচএমপিভি)।
স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে হাসপাতাল ও শ্মশানগুলোতে রোগীর চাপ বাড়ার চিত্র।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দাবি করা হয়েছে, ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমপিভি, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-১৯-এর মতো একাধিক ভাইরাস একসঙ্গে চীনে তাণ্ডব চালাচ্ছে।
কেউ কেউ দাবি করছেন, দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে, যদিও এ তথ্য এখনো নিশ্চিত করেনি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এইচএমপিভি ভাইরাসের লক্ষণ করোনার মতো হওয়ায় উদ্বেগ আরও বাড়ছে। তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় ছোট আকারে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, রোগগুলোর নিয়ন্ত্রণে একটি নতুন পদ্ধতি তৈরির কাজ চলছে।
চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসনের কর্মকর্তা ক্যান বিয়াও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, শীত ও বসন্তকালে শ্বাসকষ্টজনিত রোগ বৃদ্ধি পাওয়া স্বাভাবিক, তবে এবার পরিস্থিতি আগের তুলনায় কিছুটা ভালো হবে বলে আশা করা হচ্ছে। তবুও, ১৬ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী তীব্র শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে করোনার মতো আরেকটি বিধ্বংসী সংকট সৃষ্টি হতে পারে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়