ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

চীনের হ্যাকারদের দখলে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থার ইমেইল

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১১:২৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
  • / ১৮৯ Time View

চীন ভিত্তিক হ্যাকাররা হ্যাকিংয়ের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাসহ প্রায় ২৫টি সংস্থার ইমেইল অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।

মার্কিন বাণিজ্য সচিব জিনা রাইমন্ডোও এই ইমেইল হ্যাকিং এর শিকার বলে জানিয়েছে তারা। তবে সরকারি সংস্থাগুলো কী কী এবং কোথায় অবস্থিত তা জানায়নি মাইক্রোসফট।

বিবিসি জানিয়েছে, মার্কিন বাণিজ্য বিভাগকে মাইক্রোসফট এই হামলার বিষয়ে অবহিত করেছে। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের একজন মুখপাত্র বলেছেন, মাইক্রোসফট বিষয়টি সম্পর্কে অবহিত করার সাথে সাথেই তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা আমাদের সিস্টেমের ওপর নজর রাখছি এবং আরও কোনো কার্যকলাপ শনাক্ত করা হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, দেশটির স্টেট ডিপার্টমেন্টও চীনা হ্যাকারদের হামলার শিকার। যদিও স্টেট ডিপার্টমেন্ট এই বিষয়ে কোনো মন্তব্য জানায়নি।

মাইক্রোসফট জানায়, চীন ভিত্তিক হ্যাকাররা স্ট্রোম-০৫৫৮ (ডিজিটাল প্রমাণীকরণ টোকেন) টোকেন জাল করে এর মাধ্যমে ইমেইলগুলোর অ্যাক্সেস পেয়েছিল। টোকেনগুলো সাধারণত একজন ব্যক্তির পরিচয় যাচাই করতে ব্যবহৃত হয়।

সংস্থাটি বলেছে, তাদের তদন্তে দেখা গেছে, এই আক্রমণ মে মাসের মাঝামাঝি থেকে শুরু হয়েছিল। এর আগে, মে মাসে মাইক্রোসফ্ট এবং পশ্চিমা গুপ্তচর সংস্থাগুলো বলেছিল, চীনা হ্যাকাররা গুয়ামে আমেরিকান সামরিক ঘাঁটিতে আক্রমণের জন্য ম্যালওয়্যার ব্যবহার করেছে।

বিশেষজ্ঞরা বলেছেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সবচেয়ে বড় সাইবার গুপ্তচরবৃত্তির ঘটনা।

Please Share This Post in Your Social Media

চীনের হ্যাকারদের দখলে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থার ইমেইল

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ১১:২৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩

চীন ভিত্তিক হ্যাকাররা হ্যাকিংয়ের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাসহ প্রায় ২৫টি সংস্থার ইমেইল অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।

মার্কিন বাণিজ্য সচিব জিনা রাইমন্ডোও এই ইমেইল হ্যাকিং এর শিকার বলে জানিয়েছে তারা। তবে সরকারি সংস্থাগুলো কী কী এবং কোথায় অবস্থিত তা জানায়নি মাইক্রোসফট।

বিবিসি জানিয়েছে, মার্কিন বাণিজ্য বিভাগকে মাইক্রোসফট এই হামলার বিষয়ে অবহিত করেছে। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের একজন মুখপাত্র বলেছেন, মাইক্রোসফট বিষয়টি সম্পর্কে অবহিত করার সাথে সাথেই তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা আমাদের সিস্টেমের ওপর নজর রাখছি এবং আরও কোনো কার্যকলাপ শনাক্ত করা হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, দেশটির স্টেট ডিপার্টমেন্টও চীনা হ্যাকারদের হামলার শিকার। যদিও স্টেট ডিপার্টমেন্ট এই বিষয়ে কোনো মন্তব্য জানায়নি।

মাইক্রোসফট জানায়, চীন ভিত্তিক হ্যাকাররা স্ট্রোম-০৫৫৮ (ডিজিটাল প্রমাণীকরণ টোকেন) টোকেন জাল করে এর মাধ্যমে ইমেইলগুলোর অ্যাক্সেস পেয়েছিল। টোকেনগুলো সাধারণত একজন ব্যক্তির পরিচয় যাচাই করতে ব্যবহৃত হয়।

সংস্থাটি বলেছে, তাদের তদন্তে দেখা গেছে, এই আক্রমণ মে মাসের মাঝামাঝি থেকে শুরু হয়েছিল। এর আগে, মে মাসে মাইক্রোসফ্ট এবং পশ্চিমা গুপ্তচর সংস্থাগুলো বলেছিল, চীনা হ্যাকাররা গুয়ামে আমেরিকান সামরিক ঘাঁটিতে আক্রমণের জন্য ম্যালওয়্যার ব্যবহার করেছে।

বিশেষজ্ঞরা বলেছেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সবচেয়ে বড় সাইবার গুপ্তচরবৃত্তির ঘটনা।