চিলড্রেন’স হেভেন টাঙ্গাইল এর সভাপতি মিশাল, সম্পাদক জামিল
- Update Time : ১০:৩৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ২২৯ Time View
বাংলাদেশের বঞ্চিত শিশুদের মৌলিক অধিকার সুরক্ষা ও কল্যাণে কাজ করে আসা সংগঠন চিলড্রেন’স হেভেন-এর টাঙ্গাইল শাখার সপ্তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিশাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন রসায়ন বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জামিল হোসেন।
সহসভাপতি পদে রয়েছেন মো. ওয়ালিউল্লাহ ভূঁইয়া সিয়াম। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়া সরকার, ইসরাত আরা ঈভা ও মো. হাসনাইন মাহমুদ। কোষাধ্যক্ষ তাজনুবা আলম সাবা, সহকারী কোষাধ্যক্ষ এম.এস. আলম খান শ্রাবণ ও মোছা. হুমায়রা কবির।
স্বেচ্ছাসেবক সমন্বয়কের দায়িত্বে আছেন ইরিন আফরিন প্রোকৃতি, শুভ্রা রাণী পাল ও মেহেদি হাসান। অফিস সম্পাদক মো. আশফাকুর রহমান, সহকারী অফিস সম্পাদক মো. সাজ্জাদ হোসেন শুভ। শিক্ষা সমন্বয়ক হিসেবে রয়েছেন মো. তাহের সিদ্দিক, মো. ফাহিম ও মো. মেহেদী হাসান লিংকন।
ইভেন্ট সমন্বয়ের দায়িত্বে রয়েছেন সৌরভ দেবনাথ, নাজিয়া ইসলাম মীম, মো. আল-ওয়ালিদ লাবিব ও মো. আহসান হাবিব রনি। প্রকল্প সমন্বয়ক মো. হাফিজ, সহকারী প্রকল্প সমন্বয়ক মো. নাহিদুর রহমান ও সাজ্জাদুল ইসলাম সায়ক। তহবিল সংগ্রাহক হিসেবে রয়েছেন অভিজিৎ সাহা অভি, নাফিসা নওয়ার ও মো. মাসুম মিয়া।
জনসংযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যম সমন্বয়ক আদিবা মোশাররাত মেঘলা, সহ-জনসংযোগ সমন্বয়ক মো. আশরাফুল আলম এবং জরুরি সাড়া সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এম. এম. রাহাত আহমেদ।
দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সভাপতি মিশাল বলেন, “চিলড্রেন’স হেভেন টাঙ্গাইল শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের ও আনন্দের বিষয়। এই সংগঠন কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি ভালোবাসা, ঐক্য ও মানবতার এক পরিবার। আমরা আগের কমিটির সাফল্যকে ভিত্তি করে শিশুদের কল্যাণে আরও কার্যকর ও সৃজনশীল উদ্যোগ নিতে চাই। সবাই আমাদের জন্য দোয়া ও সহযোগিতা করবেন।”
সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন বলেন, “এই দায়িত্ব আমাকে যেমন অনুপ্রাণিত করেছে, তেমনি বড় দায়িত্বের বোধও জাগিয়েছে। চিলড্রেন’স হেভেনের প্রতিটি সদস্য আমাদের শক্তি ও প্রেরণা। সভাপতিসহ পুরো টিমকে সঙ্গে নিয়ে আমরা শিশুদের অধিকার রক্ষা ও সমাজ উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব ইনশাআল্লাহ।”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































