ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

চিন্ময় দাসের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার

আইন-আদালত
  • Update Time : ০২:২৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ১৫ Time View

রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পাওয়া প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। একইসঙ্গে আগামী ৪ মে (রোববার) মামলার জামিন স্থগিতের আবেদন নতুন করে শুনানির দিন ধার্য করেছেন তিনি। ওই দিন চিন্ময়ের আইনজীবীর বক্তব্য শুনে সিদ্ধান্ত দেবেন আদালত।

আজ (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। চিন্ময়ের পক্ষে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, “চেম্বার আদালত প্রথমে জামিন স্থগিত করেছিলেন। পরে সেই আদেশ রিকল (প্রত্যাহার) করেছেন।”

এর আগে বিকেল ৫টা ৫০ মিনিটে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছিলেন। সে সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। তবে আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

হাইকোর্ট থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেওয়া হয়েছিল মঙ্গলবার দুপুরে। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে তাকে জামিন মঞ্জুর করেন। ওই শুনানিতে চিন্ময়ের পক্ষে ছিলেন অপূর্ব কুমার ভট্টাচার্য এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া।

জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তাৎক্ষণিকভাবে আপিল বিভাগে স্থগিতাদেশ চেয়ে আবেদন করে।

Please Share This Post in Your Social Media

চিন্ময় দাসের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার

আইন-আদালত
Update Time : ০২:২৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পাওয়া প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। একইসঙ্গে আগামী ৪ মে (রোববার) মামলার জামিন স্থগিতের আবেদন নতুন করে শুনানির দিন ধার্য করেছেন তিনি। ওই দিন চিন্ময়ের আইনজীবীর বক্তব্য শুনে সিদ্ধান্ত দেবেন আদালত।

আজ (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। চিন্ময়ের পক্ষে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, “চেম্বার আদালত প্রথমে জামিন স্থগিত করেছিলেন। পরে সেই আদেশ রিকল (প্রত্যাহার) করেছেন।”

এর আগে বিকেল ৫টা ৫০ মিনিটে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছিলেন। সে সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। তবে আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

হাইকোর্ট থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেওয়া হয়েছিল মঙ্গলবার দুপুরে। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে তাকে জামিন মঞ্জুর করেন। ওই শুনানিতে চিন্ময়ের পক্ষে ছিলেন অপূর্ব কুমার ভট্টাচার্য এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া।

জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তাৎক্ষণিকভাবে আপিল বিভাগে স্থগিতাদেশ চেয়ে আবেদন করে।