চিকিৎসা নিতে লন্ডন যাবেন তামিম ইকবাল

- Update Time : ০৬:২৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
- / ৩৪৩ Time View
পিঠের ইনজুরির চিকিৎসা করাতে চলতি মাসের শেষ দিকে লন্ডন যাবেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মিডিয়াকে জানিয়েছেন এ সংবাদ।
পিঠের ইনজুরিটাই সবচেয়ে বেশি ভোগাচ্ছে বাংলাদেশ দলের ওপেনার এবং ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালকে। যে কারণে টানা অফফর্ম এবং নানা জটিলতা ও নাটকীয়তার পর অবসর ঘোষণা দেন তিনি। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে আবারও অবসর ভেঙে ফেরার ঘোষণা দেন।
ইনজুরির জন্য আফগানিস্তানের বিপক্ষে সিরিজের বাকি ম্যাচ আর খেলেননি তিনি। জানিয়েছেন তবে এশিয়া কাপ এবং বিশ্বকাপ খেলবেন। তার আগে পিঠের ইনজুরি থেকে মুক্তির চেষ্টা চালাচ্ছেন। বিশেষ করে, পিঠের ইনজুরিটা এখন মারাত্মক পর্যায়ে চলে যাওয়ার কারণেই বিদেশ থেকে চিকিৎসা করানোর উদ্যোগ নেয়া হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে শেষ হওয়ার পর মিডিয়ার মুখোমুখি হয়ে জালাল ইউনুস বলেন, ‘তামিম প্রথমে দুবাই যাবে। এরপর সে যুক্তরাজ্যের উদ্দেশ্যে বিমানে উঠবে আগামী ২৫ কিংবা ২৬ জুলাই। লন্ডনে দুটি অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা আছে তামিমের জন্য। সেখান থেকেই আমাকে বিস্তারিত আপডেট জানাবে।’
এশিয়া কাপ এবং বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হবে খুব দ্রুত। এ কারণে তামিমের অবস্থাও জানা জরুরি। এ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘এশিয়া কাপ এবং বিশ্বকাপকে সামনে রেখে ২৫-২৬ জন ক্রিকেটারের একটি প্রাথমিক তালিকা খুব দ্রুতই প্রকাশ করবো। এ কারণে, তার কী অবস্থা- এটা আমাদের জানা খুব প্রয়োজন। এছাড়া বাকি ক্রিকেটাররা ৩০ জুলাই পর্যন্ত বিশ্রামে থাকবে। কেউ কেউ বিদেশে খেলতে যাবে। এরপর খুব দ্রুতই আমরা কন্ডিশনিং ক্যাম্প শুরু করে দেবো।’
জালাল ইউনুসের কাছে জানতে চাওয়া হয়, ফেরার পর তামিমই কী অধিনায়ক থাকবেন কি না? জবাবে জালাল বলেন, ‘আগে তাকে ফিরে আসতে দেন! এরপর আমরা তার সঙ্গে এ বিষয় নিয়ে আলাপ করবো। এখানে সবচেয়ে বড় ইস্যু হলো তার ফিটনেস। যে কারণে সে নিজেই আমাদেরকে বলেছে, দেশে ফিরে আসার পর আমাদের সঙ্গে বসে কথা বলতে চায়।’