ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চা দিতে দেরি হওয়ায় হোটেল কর্মচারীকে খুন

সিলেট প্রতিনিধি
  • Update Time : ০৭:২৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / ৬৫ Time View

সিলেটে চা দিতে দেরি হওয়ায় কাস্টমারের ছুরিকাঘাতে খুন হলেন রুমন আহমদ নামের এক হোটেল কর্মচারী।

রোববার (১৩ জুলাই) সকালে সিলেট নগরের কাজির বাজার মাছ বাজারের পাশের একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে।

নিহত হোটেল কর্মচারী রুমন নগরীর দক্ষিণ সুরমার জালালপুর বাজার এলাকার বাসিন্দা মৃত তকলিছ আলীর ছেলে। রুমন কাজিরবাজারের মাছবাজার সংলগ্ন নিরু বাবুর চায়ের দোকানে কর্মচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে অজ্ঞাত এক কাস্টমার কাজির বাজারের মাছ বাজারের পাশে অবস্থিত নিরু বাবুর চায়ের দোকানে ঢুকেন চা খাওয়ার জন্য। তখন চায়ের দোকানে ঢুকে রুমনকে চা দিতে বলেন। এ সময় চা দিতে বিলম্ব হওয়ায় কর্মচারী রুমনের সাথে তর্কে জড়ান ওই ব্যক্তি, তর্কে জড়ালে চা দোকানের মালিক ও আশপাশের লোকজন তাদেরকে শান্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হলেও কিছুক্ষণ পর ওই যুবক আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে হোটেলে ঢুকে ওই কর্মচারির উপর হামলা চালায়। হামলার একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে আহত রুমনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

চা দিতে দেরি হওয়ায় হোটেল কর্মচারীকে খুন

সিলেট প্রতিনিধি
Update Time : ০৭:২৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

সিলেটে চা দিতে দেরি হওয়ায় কাস্টমারের ছুরিকাঘাতে খুন হলেন রুমন আহমদ নামের এক হোটেল কর্মচারী।

রোববার (১৩ জুলাই) সকালে সিলেট নগরের কাজির বাজার মাছ বাজারের পাশের একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে।

নিহত হোটেল কর্মচারী রুমন নগরীর দক্ষিণ সুরমার জালালপুর বাজার এলাকার বাসিন্দা মৃত তকলিছ আলীর ছেলে। রুমন কাজিরবাজারের মাছবাজার সংলগ্ন নিরু বাবুর চায়ের দোকানে কর্মচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে অজ্ঞাত এক কাস্টমার কাজির বাজারের মাছ বাজারের পাশে অবস্থিত নিরু বাবুর চায়ের দোকানে ঢুকেন চা খাওয়ার জন্য। তখন চায়ের দোকানে ঢুকে রুমনকে চা দিতে বলেন। এ সময় চা দিতে বিলম্ব হওয়ায় কর্মচারী রুমনের সাথে তর্কে জড়ান ওই ব্যক্তি, তর্কে জড়ালে চা দোকানের মালিক ও আশপাশের লোকজন তাদেরকে শান্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হলেও কিছুক্ষণ পর ওই যুবক আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে হোটেলে ঢুকে ওই কর্মচারির উপর হামলা চালায়। হামলার একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে আহত রুমনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।