ব্রেকিং নিউজঃ
চালু হয়েছে এনআইডি সার্ভার

নওরোজ অনলাইন ডেস্ক
- Update Time : ০৬:২৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- / ১৪১ Time View
নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার পুনরায় চালু হয়েছে। বুধবার (১৬ আগস্ট) দুপুর ২টার পর থেকে চালু হতে শুরু করেছে এই সার্ভার।
দায়িত্বে থাকা সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন জানিয়েছেন, এনআইডি সার্ভার আংশিক ঠিক করা হয়েছে, কিছুক্ষণের মধ্যে সব চালু হয়ে যাবে।
এ বিষয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ কে এম হুমায়ুন কবীর বলেন, প্রায় ৩২ ঘণ্টা পর নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র সার্ভারের পরিষেবা চালু হয়েছে। হ্যাকিং রোধে সার্ভারটির কার্যক্রম বন্ধ ছিল।
এর আগে, সোমবার (১৪ আগস্ট) থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার ও জাতীয় পরিচয়পত্র সেবাসংক্রান্ত ওয়েবসাইটও বন্ধ রাখা হয়েছিল।