ঢাকা-খুলনা মহাসড়ক
চালক-হেলপারকে জিম্মি করে বাসে ডাকাতি

- Update Time : ০৭:০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ১৯৯ Time View
গোপালগঞ্জের মুকসুদপুরে নৈশকোচ বাসে ডাকাতি হয়েছে। বাসের চালক ও সহকারীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের মালামাল ও নগদ অর্থ ছিনিয়ে নেয় তারা।
শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দায় এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি এসি বাসে দেশীয় অস্ত্রের মুখে চালক ও হেলপারকে জিম্মি করে নিয়ন্ত্রণে নেয় ডাকাত সদস্যরা।
পরে বাসের ১২-১৩ জন যাত্রীর কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে নেয় তারা। ডাকাতি শেষে তারা মুকসুদপুর উপজেলার দাশেরহাট এলাকায় নেমে পালিয়ে যায়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করি। বাসের চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করেছি। সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, ডাকাত দলে সাত সদস্য ছিল বলে যাত্রীদের কাছ থেকে জেনেছি। ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত আছে। তবে থানায় এখনো মামলা হয়নি।