চার বছরের চুক্তিতে বার্সেলোনায় উইঙ্গার রুনি

- Update Time : ০৪:৩৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / ৪১১ Time View
১৯ বছর বয়সি উইঙ্গার রুনি বার্দগিকে দলে নিয়েছে বার্সেলোনা। তবে সুইডিশ বয়সভিত্তিক দলের এই ফুটবলারকে নিতে কত টাকা ট্রান্সফার ফি দিয়েছে, তা জানায়নি কাতালান ক্লাবটি।
কুয়েতে জন্ম নেয়া এই সুইডিশ ফুটবলারকে এফসি কোপেনহেগেন থেকে চার বছরের চুক্তিতে দলে নিয়েছে বার্সা। ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত হ্যান্সি ফ্লিকের দলের সঙ্গে থাকবেন এই উইঙ্গার রুনি।
উইঙ্গার রুনি ২০২০ সালে এফসি কোপেনহেগেনের যুব দলে যোগ দেন এবং মাত্র দুই বছরের মাথায় জায়গা করে নেন মূল দলে। দ্রুতই তিনি হয়ে ওঠেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। মাঝখানে এক বছরের জন্য চোটে পড়লেও ফিরে এসে ফের নিজের দক্ষতার প্রমাণ রাখেন এই ডানপ্রান্তের গতি সম্পন্ন ফুটবলার।
ইউরোপের সবচেয়ে প্রতিভাবান তরুণদের একজন হিসেবে ধরা হয় বার্দগিকে। কোপেনহেগেনের হয়ে তিনি ৮৪টি ম্যাচে মাঠে নেমে করেছেন ১৫ গোল, সঙ্গে রয়েছে একটি অ্যাসিস্ট। তার হাত ধরে ক্লাবটি জিতেছে তিনটি ডেনিশ লিগ ও দুটি ডেনিশ কাপ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়