চারুকলা অনুষদের পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে জবিতে একক ভর্তি পরীক্ষা

- Update Time : ১১:৪৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / ৫৫ Time View
গুচ্ছ থেকে বাহির হয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদের “ই” ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু করতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)একক ভর্তি পরীক্ষা।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন বলেন, ই ইউনিটে মোট আবেদন করেছেন ১ হাজার ৩৭৫ জন।এই ইউনিটে আবেদন সংখ্যা কম হওয়ায় কেন্দ্র বিশ্ববিদ্যালয়ে হবে। এবং ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি আমরা ভালোভাবে গ্রহণ করেছি।
উল্লেখ্য ই’ ইউনিটে (চারুকলা অনুষদ) মোট পরীক্ষার্থী ১ হাজার ৩৭৫ জন। ভর্তি পরীক্ষায় মোট নম্বর থাকবে ১২০। ব্যবহারিক অংশে ৪৮ নম্বর, বহুনির্বাচনি প্রশ্নে ২৪ নম্বর এবং জিপিএ তে ২০ নম্বর বরাদ্দ থাকবে। মোট দেড় ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি বি-ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এবং ২৮ ফেব্রুয়ারি সি-ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।