চাকসু নির্বাচন: মুছে যাচ্ছে আঙুলের কালি, অভিযোগ দেবে ছাত্রদল
- Update Time : ০১:৩৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ১৩৯ Time View
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোটারদের আঙুলে দেওয়া কালি সহজেই মুছে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ছাত্রদল।
বুধবার (১৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এক প্রতিক্রিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘ভোট দেওয়ার সময় শিক্ষার্থীদের হাতে যে কালি দেওয়া হচ্ছে, তা মুছে যাচ্ছে। অথচ কথা ছিল এই কালি অমোচনীয় হবে। বিষয়টি নিয়ে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছি।’
এ বিষয়ে ভোটার ইমরান রায়হান নামে এক শিক্ষার্থী জানান, ‘আমি ভোট দিয়েছি—এ কথা কেউ প্রমাণ করতে পারবে না। কারণ, একটু ঘষলেই হাতে দেওয়া কালি উঠে যাচ্ছে।’
দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন। সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে ওএমআর ব্যালট পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়ছেন ৪৯৩ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়


























































































































































