ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত স্বৈরাচার পতনে ক্রীড়ানকের ভুমিকা পালন করে আবু সাঈদের মৃত্যু পূর্বাচলে ঘোড়ার মাংসসহ আটক ১ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেটে বরাদ্দ বেড়েছে গবেষণা খাতে কুবির এক শিক্ষক ও এক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ সেনা কর্মকর্তা সেজে প্রতারণা, ভুয়া ‘মেজর’ আটক মগবাজারে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা, ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

চাকরি দেওয়ার নামে প্রতারণা: গ্রেপ্তার ১

নেত্রকোনা প্রতিনিধি
  • Update Time : ০১:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • / ১১৭ Time View

বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে নগদ অর্থ আত্মসাৎকারী অভিলাষ মোহন দাস নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।

রোববার (২০ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশের মুখ্যপ্রাত্র অতিরিক্ত পুলিশ সুপার(বিশেষ শাখা) মোহাম্মদ লুৎফর রহমান। গ্রেপ্তার অভিলাষ মোহন দাস (৪৫) জেলার মোহনগঞ্জ উপজেলার মাইলোড়া গ্রামের দীনেশ মোহন দাসের ছেলে।

এতে বলা হয়, আনুমানিক দুই বছর আগে অভিলাষ মোহনের সঙ্গে গৌরীপুর উপজেলার হিম্মতনগর গ্রামের মো. হারুণ অর রশিদের সাথে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে অভিলাষ অর্থের বিনিময়ে পুলিশের কনস্টেবল পদে চাকরি নিয়ে দেয়ার কথা জানান। পরে শ্যালকের জন্য ৬ লাখ ৫০ হাজর টাকার বিনিময়ে সেই প্রস্তাবে রাজি হোন হারুণ।

গত ২৩ সালের ১ জানুয়ারি কয়েকজন সাক্ষীর সামনে চাকরির আশায় অগ্রিম নগদ এক লাখ টাকা দেন। কিন্তু টাকা নেওয়ার পর দীর্ঘ দিন অতিবাহিত হলেও চাকরি না হওয়ায় হারুণ অভিলাষের কাছে চাকরির বিষয়ে এবং সেই টাকা চাইলে তিনি তালবাহানা করেন।

সাম্প্রতিক পুলিশের কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে প্রতারক অভিলাষ আবারও হারুণকে ফোন করে বলে তার শ্যালকসহ আরো প্রার্থী থাকলে তাদেরকেও অর্থের বিনিময়ে চাকরি নিয়ে দেবে। পরে হারুণ শালিকে নিয়ে অভিলাষের কথা মতো গত শনিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় পৌর শহরের সাতপাই কালীবাড়ী মন্দিরের সামনে যান।

জেলা পুলিশের মুখ্যপ্রাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ লুৎফর রহমান জানান, এই ঘটনায় হারুণ লিখিত অভিযোগ করায় অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

চাকরি দেওয়ার নামে প্রতারণা: গ্রেপ্তার ১

নেত্রকোনা প্রতিনিধি
Update Time : ০১:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে নগদ অর্থ আত্মসাৎকারী অভিলাষ মোহন দাস নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।

রোববার (২০ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশের মুখ্যপ্রাত্র অতিরিক্ত পুলিশ সুপার(বিশেষ শাখা) মোহাম্মদ লুৎফর রহমান। গ্রেপ্তার অভিলাষ মোহন দাস (৪৫) জেলার মোহনগঞ্জ উপজেলার মাইলোড়া গ্রামের দীনেশ মোহন দাসের ছেলে।

এতে বলা হয়, আনুমানিক দুই বছর আগে অভিলাষ মোহনের সঙ্গে গৌরীপুর উপজেলার হিম্মতনগর গ্রামের মো. হারুণ অর রশিদের সাথে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে অভিলাষ অর্থের বিনিময়ে পুলিশের কনস্টেবল পদে চাকরি নিয়ে দেয়ার কথা জানান। পরে শ্যালকের জন্য ৬ লাখ ৫০ হাজর টাকার বিনিময়ে সেই প্রস্তাবে রাজি হোন হারুণ।

গত ২৩ সালের ১ জানুয়ারি কয়েকজন সাক্ষীর সামনে চাকরির আশায় অগ্রিম নগদ এক লাখ টাকা দেন। কিন্তু টাকা নেওয়ার পর দীর্ঘ দিন অতিবাহিত হলেও চাকরি না হওয়ায় হারুণ অভিলাষের কাছে চাকরির বিষয়ে এবং সেই টাকা চাইলে তিনি তালবাহানা করেন।

সাম্প্রতিক পুলিশের কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে প্রতারক অভিলাষ আবারও হারুণকে ফোন করে বলে তার শ্যালকসহ আরো প্রার্থী থাকলে তাদেরকেও অর্থের বিনিময়ে চাকরি নিয়ে দেবে। পরে হারুণ শালিকে নিয়ে অভিলাষের কথা মতো গত শনিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় পৌর শহরের সাতপাই কালীবাড়ী মন্দিরের সামনে যান।

জেলা পুলিশের মুখ্যপ্রাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ লুৎফর রহমান জানান, এই ঘটনায় হারুণ লিখিত অভিযোগ করায় অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।