ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রেড ক্রিসেন্ট কার্যালয়ে বিক্ষােভ

চাকরিচ্যুত সেই মুনতাসির এবার এনসিপির পদও হারালেন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:১০:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ১১৩ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক মুনতাসির মাহমুদকে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি পূর্বে দলের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমকে দোষারোপ করছিলেন।

আজ বুধবার সন্ধ্যায় এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে মুনতাসিরকে অব্যাহতি দেওয়া–সংক্রান্ত চিঠি প্রকাশ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, “গত ১২ অক্টোবর আপনাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয় এবং স্থায়ী অব্যাহতির কারণ জানতে চাওয়া হয়েছিল। ১৪ অক্টোবর আপনি লিখিত জবাব দিয়েছেন, কিন্তু তা সন্তোষজনক না হওয়ায় এবং শৃঙ্খলা ভঙ্গের পুনরাবৃত্তি থাকায় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে আপনাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো।”

জুলাই গণ-অভ্যুত্থানের পর মুনতাসির মাহমুদ রেড ক্রিসেন্ট সোসাইটিতে উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চাকরিটি অস্থায়ী ছিল।

অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে তিনি রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলে রাজধানীর মগবাজারে প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ করেন। এনসিপির নিষেধ সত্ত্বেও ১২ অক্টোবর বিক্ষোভ চালিয়ে বোর্ড সভায় তার চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মাহবুব আলমও উপস্থিত ছিলেন। সভার পর মুনতাসিরের অনুসারীরা মাহবুব আলমকে অবরুদ্ধ করেছিল।

এরপর মুনতাসির ফেসবুকে মাহবুব আলমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পোস্ট করতে থাকেন।

Please Share This Post in Your Social Media

রেড ক্রিসেন্ট কার্যালয়ে বিক্ষােভ

চাকরিচ্যুত সেই মুনতাসির এবার এনসিপির পদও হারালেন

নিজস্ব প্রতিবেদক
Update Time : ১১:১০:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক মুনতাসির মাহমুদকে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি পূর্বে দলের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমকে দোষারোপ করছিলেন।

আজ বুধবার সন্ধ্যায় এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে মুনতাসিরকে অব্যাহতি দেওয়া–সংক্রান্ত চিঠি প্রকাশ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, “গত ১২ অক্টোবর আপনাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয় এবং স্থায়ী অব্যাহতির কারণ জানতে চাওয়া হয়েছিল। ১৪ অক্টোবর আপনি লিখিত জবাব দিয়েছেন, কিন্তু তা সন্তোষজনক না হওয়ায় এবং শৃঙ্খলা ভঙ্গের পুনরাবৃত্তি থাকায় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে আপনাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো।”

জুলাই গণ-অভ্যুত্থানের পর মুনতাসির মাহমুদ রেড ক্রিসেন্ট সোসাইটিতে উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চাকরিটি অস্থায়ী ছিল।

অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে তিনি রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলে রাজধানীর মগবাজারে প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ করেন। এনসিপির নিষেধ সত্ত্বেও ১২ অক্টোবর বিক্ষোভ চালিয়ে বোর্ড সভায় তার চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মাহবুব আলমও উপস্থিত ছিলেন। সভার পর মুনতাসিরের অনুসারীরা মাহবুব আলমকে অবরুদ্ধ করেছিল।

এরপর মুনতাসির ফেসবুকে মাহবুব আলমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পোস্ট করতে থাকেন।