ব্রেকিং নিউজঃ
চাইলেই দেড় বছরে সংস্কার সম্ভব নয়: উপদেষ্টা রিজওয়ানা
জাতীয় ডেস্ক
- Update Time : ০১:০০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১৯২০ Time View
বিগত সরকারের রেখে যাওয়া সিস্টেম অক্ষুণ্ন রেখে সংস্কার খুব সহজ বিষয় নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (৭ সেপ্টেম্বর) ‘বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা রিজওয়ানা বলেন, এনবিআরে সংস্কার করতে গিয়ে দেখা গেল ওখানে অর্থনীতির রাজনীতি আছে। সুতরাং সংস্কার এত সহজ না। চাইলেই দেড় বছরে সংস্কার করা সম্ভব নয়। বরং সংস্কারের প্রক্রিয়া শুরু করা যেতে পারে।
বিগত সরকারের রেখে যাওয়া সিস্টেমের কারণে সংস্কারে বেগ পেতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, সরকারের প্রতিটি পদে পদে সমস্যা গভীর হয়ে গেছে। সুতরাং এই সিস্টেম দিয়ে কাজ করে সংস্কার আনা এত সোজা না।






























































































































































































