চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে দুই গ্রুপের হাতাহাতি, ককটেল বিস্ফোরণ

- Update Time : ১০:০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৮ Time View
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সমাবেশে দুই গ্রুপের হাতাহাতি ও চেয়ার ভাঙচুরসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
নিত্যপণ্যের দাম কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দ্রুত নির্বাচনের দাবিতে আজ মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।
সমাবেশে শিবগঞ্জ উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক আশরাফুল হককে বক্তব্য দিতে না দেওয়াকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের সামনে তার সমর্থকরা জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলামের সাথে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা চেয়ার ভাঙচুর করে সমাবেশ স্থলের বাইরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ উঠেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকালিয়ার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়