ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদে অবতরনের স্বপ্নভঙ্গ হলো রাশিয়ার

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৬:৪৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • / ২১৬ Time View

লুনা-২৫ চাঁদের একদম কাছাকাছি গিয়েও অবতরণে ব্যর্থ হয় এবং চাঁদের বুকে আছড়ে পরে। ৪৭ বছরের মধ্যে প্রথমবারের মত চাঁদে অবতরনের স্বপ্ন পূরণের এত কাছে গিয়েও স্বপ্নভঙ্গ হলো রাশিয়ার।

রবিবার ২০ আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও আল জাজিরা।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত মহাকাশ সংস্থা রসকসমস জানায়, মূলত শনিবার প্রি-ল্যান্ডিং কক্ষপথে যাওয়ার কথা ছিল রাশিয়ার চন্দ্রযান লুনার। কিন্তু কক্ষপথে প্রবেশের আগেই থমকে যায় যানটি। অবতরণের আগের ধাপ চাঁদের কক্ষপথে নিয়ে যাওয়ার চেষ্টা করার সময় একটি “অস্বাভাবিক পরিস্থিতি” ঘটে। সুনির্দিষ্ট কক্ষপথে পাঠানোর পর এতে কারিগরি ত্রুটি দেখা দেয়। এর খানিকক্ষণ পর লুনা ২৫ এর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

রুশ মহাকাশ সংস্থা রসকসমস এক বিবৃতিতে জানিয়েছে, যন্ত্রটি (মহাকাশযান) নিয়ন্ত্রণ হারিয়ে অপরিকল্পিত কক্ষপথ ধরে আগাতে থাকে এবং এক পর্যায়ে চাঁদে আছড়ে পড়ে এর অস্তিত্ব বিলীন হয়ে যায়।

বিবৃতিতে রোসকসমস আরো জানায়, শনিবার বিকেল থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় লুনার সাথে। রবিবার সকাল পর্যন্ত বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এমনকি কোন আপডেট ও পাঠায়নি লুনা-২৫। যন্ত্রটি অপ্রত্যাশিতভাবে চাঁদের পৃষ্ঠের সাথে সংঘর্ষের ফলে বিধ্বস্ত হয়ে গেছে।

যদিও রাশিয়ান কিছু টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে যোগাযোগ বিছিন্ন হয়েছে এবং মহাকাশে চন্দ্রযানটি হারিয়ে গেছে।

উল্লেখ, ৪৭ বছর পর প্রথমবারের মত চলতি মাসের ১১ তারিখে চাঁদে অবতরণের উদ্দেশ্যে চন্দ্রযান লুনা-২৫ উৎক্ষেপণ করে রাশিয়া। চলতি মাসের ২১-২৩ অগাস্টের মধ্যে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার কথা ছিলো লুনার। কিন্তু তার আগেই এই যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উঠতে পারবে কিনা তাই এখন বড় প্রশ্ন।

স্নায়ু যুদ্ধের আমলে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে পৃথিবীর কক্ষপথে ১৯৫৭ সালে স্পুৎনিক ১ নামে একটি কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছিল। এরপর সোভিয়েত নভোচারী ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসেবে ১৯৬১ সালে মহাকাশ ভ্রমণ করেন। পরবর্তীতে ১৯৬৯ সালে চাঁদে অবতরণ করেন ২ মার্কিন নভোচারী।

১৯৭৬ সালে লুনা-২৪ অভিযানের পর রাশিয়া গত ৪৭ বছরে আর কোনো মহাকাশ অভিযানে উদ্যোগ নেয়নি। রুশ মহাকাশ কর্মকর্তারা জানিয়েছিলেন, ২১ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে লুনা ২৫ এর অবতরণ করার কথা ছিল।

মূলত ভারতের মহাকাশযান ‘চন্দ্রযান-৩’ এর সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল লুনা ২৫। রুশ অভিযান ব্যর্থ হলেও, ভারতের অভিযান এখনো সঠিক পথেই চলছে এবং এটি এ সপ্তাহেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পারবে বলে ভারতের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।

বড় পরিসরে, রাশিয়া ও ভারতের পাশাপাশি, চীন ও যুক্তরাষ্ট্রসহ আরও বেশ কয়েকটি দেশ মহাকাশ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

চাঁদে অবতরনের স্বপ্নভঙ্গ হলো রাশিয়ার

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৬:৪৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩

লুনা-২৫ চাঁদের একদম কাছাকাছি গিয়েও অবতরণে ব্যর্থ হয় এবং চাঁদের বুকে আছড়ে পরে। ৪৭ বছরের মধ্যে প্রথমবারের মত চাঁদে অবতরনের স্বপ্ন পূরণের এত কাছে গিয়েও স্বপ্নভঙ্গ হলো রাশিয়ার।

রবিবার ২০ আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও আল জাজিরা।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত মহাকাশ সংস্থা রসকসমস জানায়, মূলত শনিবার প্রি-ল্যান্ডিং কক্ষপথে যাওয়ার কথা ছিল রাশিয়ার চন্দ্রযান লুনার। কিন্তু কক্ষপথে প্রবেশের আগেই থমকে যায় যানটি। অবতরণের আগের ধাপ চাঁদের কক্ষপথে নিয়ে যাওয়ার চেষ্টা করার সময় একটি “অস্বাভাবিক পরিস্থিতি” ঘটে। সুনির্দিষ্ট কক্ষপথে পাঠানোর পর এতে কারিগরি ত্রুটি দেখা দেয়। এর খানিকক্ষণ পর লুনা ২৫ এর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

রুশ মহাকাশ সংস্থা রসকসমস এক বিবৃতিতে জানিয়েছে, যন্ত্রটি (মহাকাশযান) নিয়ন্ত্রণ হারিয়ে অপরিকল্পিত কক্ষপথ ধরে আগাতে থাকে এবং এক পর্যায়ে চাঁদে আছড়ে পড়ে এর অস্তিত্ব বিলীন হয়ে যায়।

বিবৃতিতে রোসকসমস আরো জানায়, শনিবার বিকেল থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় লুনার সাথে। রবিবার সকাল পর্যন্ত বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এমনকি কোন আপডেট ও পাঠায়নি লুনা-২৫। যন্ত্রটি অপ্রত্যাশিতভাবে চাঁদের পৃষ্ঠের সাথে সংঘর্ষের ফলে বিধ্বস্ত হয়ে গেছে।

যদিও রাশিয়ান কিছু টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে যোগাযোগ বিছিন্ন হয়েছে এবং মহাকাশে চন্দ্রযানটি হারিয়ে গেছে।

উল্লেখ, ৪৭ বছর পর প্রথমবারের মত চলতি মাসের ১১ তারিখে চাঁদে অবতরণের উদ্দেশ্যে চন্দ্রযান লুনা-২৫ উৎক্ষেপণ করে রাশিয়া। চলতি মাসের ২১-২৩ অগাস্টের মধ্যে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার কথা ছিলো লুনার। কিন্তু তার আগেই এই যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উঠতে পারবে কিনা তাই এখন বড় প্রশ্ন।

স্নায়ু যুদ্ধের আমলে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে পৃথিবীর কক্ষপথে ১৯৫৭ সালে স্পুৎনিক ১ নামে একটি কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছিল। এরপর সোভিয়েত নভোচারী ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসেবে ১৯৬১ সালে মহাকাশ ভ্রমণ করেন। পরবর্তীতে ১৯৬৯ সালে চাঁদে অবতরণ করেন ২ মার্কিন নভোচারী।

১৯৭৬ সালে লুনা-২৪ অভিযানের পর রাশিয়া গত ৪৭ বছরে আর কোনো মহাকাশ অভিযানে উদ্যোগ নেয়নি। রুশ মহাকাশ কর্মকর্তারা জানিয়েছিলেন, ২১ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে লুনা ২৫ এর অবতরণ করার কথা ছিল।

মূলত ভারতের মহাকাশযান ‘চন্দ্রযান-৩’ এর সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল লুনা ২৫। রুশ অভিযান ব্যর্থ হলেও, ভারতের অভিযান এখনো সঠিক পথেই চলছে এবং এটি এ সপ্তাহেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পারবে বলে ভারতের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।

বড় পরিসরে, রাশিয়া ও ভারতের পাশাপাশি, চীন ও যুক্তরাষ্ট্রসহ আরও বেশ কয়েকটি দেশ মহাকাশ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।