ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে আওয়ামী লীগের ‘গোপন ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ বিচার বিভাগের স্বাধীনতা এবং দক্ষতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর পক্ষের বাধা, সংঘর্ষে আহত ৫ তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাসদের স্মারকলিপি পেশ কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় বৃদ্ধি বাসা থেকে প্রবেশপত্র আনতে ও পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দি‌য়ে সহায়তা ক‌র‌লেন মান‌বিক পুলিশ ফেসবুকে ইসরাইলী পণ্য বিক্রির গুজব, নিরাপত্তাহীনতায় মালিক-কর্মচারীরা টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী সৈকতসহ ছয় সহযোগী গ্রেফতার জবিতে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি, মার্কিন ও সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান অতিরিক্ত শুল্কে মার্কিন নাগরিকদের ক্ষতি বেশি

চাঁদরাতের আলপনায় জেগে উঠলো বাকৃবির ঐতিহ্য

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ০১:০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / ১৪ Time View

ভর্তিচ্ছু নবীনদের সাদরে আমন্ত্রণ জানাতে মুখরিত হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। প্রকৃতিকন্যা নামে খ্যাত বাকৃবির রূপকে নবীনদের কাছে আরও আকর্ষণীয় করে ফুটিয়ে তোলার জন্য সেজেছে প্রতিটি করিডোর, রঙের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে অনুষদগুলোর প্রতিটি দেয়াল।

প্রতি বছরই ভর্তি পরীক্ষার আগের রাতকে বাকৃবিতে উৎসবমুখর পরিবেশে পালন করা হয়। এই রাতকে বলা হয় বাকৃবির ‘চাঁদরাত’। এ উপলক্ষ্যেই নানা আয়োজনে সেজে উঠে বাকৃবির প্রতিটি স্থান।

শনিবার (১২ই এপ্রিল) বাকৃবিতে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ উপলক্ষে সাজানো হয়েছে পুরো ক্যাম্পাস। প্রতি বছরের মতো এবছরও প্রতিটি অনুষদের শিক্ষার্থীরা রঙ তুলির আচরে এঁকেছেন বিভিন্ন আকৃতির রঙ বেরঙের আলপনা।

প্রতিটি অনুষদের আলপনার বিষয়বস্তু ছিল তাদের নিজস্ব পড়াশোনার বিষয়ের ওপর। চাঁদরাতের আগের দুইদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই ফুটে উঠেছে এসব আলপনা।

আলপনা আকার অনুভূতি জানিয়ে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আহাদ বলেন, “চাঁদরাত উপলক্ষে আপনাদের আমাদের বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন একটি ঐতিহ্য। সারাদিন সিনিয়র ও জুনিয়র একসাথে আলপনা দেওয়ার মাধ্যমে আমাদের সিনিয়র জুনিয়রদের মধ্যে বন্ধন আরো দৃঢ় হয়েছে। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানের আলপনা গুলো বিভিন্ন অনুষদের পড়ার বিষয়গুলো তুলে ধরে যার মাধ্যমে নবীনরা খুব সহজেই সেসব অনুষদ সম্পর্কে জানতে পারবে।”

এছাড়াও বিভিন্ন অনুষদ, ছাত্র সংগঠন এবং কোচিং সেন্টার গুলোর পক্ষ থেকে অনেক অস্থায়ী স্টল বসানো হয়েছে। যাদের কাজ মূলত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহায়তা করা। পরীক্ষার হল খোঁজা, হলে পৌছে দেওয়া, দূর থেকে আসা শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করা, যেকোনো সমস্যায় তাদের সাহায্য করার জন্যই এসব স্টল বসানো হয়েছে। এছাড়াও বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত হয়ে বিশ্ববিদ্যালয় আরও উৎসবমুখর হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

চাঁদরাতের আলপনায় জেগে উঠলো বাকৃবির ঐতিহ্য

সাঈদা জাহান খুকী, বাকৃবি প্রতিনিধি
Update Time : ০১:০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

ভর্তিচ্ছু নবীনদের সাদরে আমন্ত্রণ জানাতে মুখরিত হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। প্রকৃতিকন্যা নামে খ্যাত বাকৃবির রূপকে নবীনদের কাছে আরও আকর্ষণীয় করে ফুটিয়ে তোলার জন্য সেজেছে প্রতিটি করিডোর, রঙের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে অনুষদগুলোর প্রতিটি দেয়াল।

প্রতি বছরই ভর্তি পরীক্ষার আগের রাতকে বাকৃবিতে উৎসবমুখর পরিবেশে পালন করা হয়। এই রাতকে বলা হয় বাকৃবির ‘চাঁদরাত’। এ উপলক্ষ্যেই নানা আয়োজনে সেজে উঠে বাকৃবির প্রতিটি স্থান।

শনিবার (১২ই এপ্রিল) বাকৃবিতে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ উপলক্ষে সাজানো হয়েছে পুরো ক্যাম্পাস। প্রতি বছরের মতো এবছরও প্রতিটি অনুষদের শিক্ষার্থীরা রঙ তুলির আচরে এঁকেছেন বিভিন্ন আকৃতির রঙ বেরঙের আলপনা।

প্রতিটি অনুষদের আলপনার বিষয়বস্তু ছিল তাদের নিজস্ব পড়াশোনার বিষয়ের ওপর। চাঁদরাতের আগের দুইদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই ফুটে উঠেছে এসব আলপনা।

আলপনা আকার অনুভূতি জানিয়ে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আহাদ বলেন, “চাঁদরাত উপলক্ষে আপনাদের আমাদের বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন একটি ঐতিহ্য। সারাদিন সিনিয়র ও জুনিয়র একসাথে আলপনা দেওয়ার মাধ্যমে আমাদের সিনিয়র জুনিয়রদের মধ্যে বন্ধন আরো দৃঢ় হয়েছে। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানের আলপনা গুলো বিভিন্ন অনুষদের পড়ার বিষয়গুলো তুলে ধরে যার মাধ্যমে নবীনরা খুব সহজেই সেসব অনুষদ সম্পর্কে জানতে পারবে।”

এছাড়াও বিভিন্ন অনুষদ, ছাত্র সংগঠন এবং কোচিং সেন্টার গুলোর পক্ষ থেকে অনেক অস্থায়ী স্টল বসানো হয়েছে। যাদের কাজ মূলত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহায়তা করা। পরীক্ষার হল খোঁজা, হলে পৌছে দেওয়া, দূর থেকে আসা শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করা, যেকোনো সমস্যায় তাদের সাহায্য করার জন্যই এসব স্টল বসানো হয়েছে। এছাড়াও বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত হয়ে বিশ্ববিদ্যালয় আরও উৎসবমুখর হয়ে উঠেছে।