ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

চলন্ত সিএনজিতে চালক-ছিনতাইকারীর লড়াই, ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : ০৫:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ২০ Time View

চলন্ত অটোরিকশায় ছিনতাইকারীদের ছুরির আঘাত উপেক্ষা করে প্রাণপণ লড়াই করেছেন এক যুবক চালক। গাড়ির পেছনে ঝুলে থেকে নিজের অটোরিকশা রক্ষায় তার সেই মরিয়া চেষ্টা এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। ভয়াবহ সেই দৃশ্য ধারণ করেছেন পেছনে থাকা একটি বাসের যাত্রী, যা দেখে বিস্মিত নেটিজেনরা।

ঘটনাটি ঘটেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায়। ২৩ অক্টোবর দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে এটি ঘটে বলে দাবি করেছেন কক্সবাজারগামী বাসের যাত্রী নাজির উদ্দিন শাহ। তিনি তার ফেসবুক আইডিতে ২৩ অক্টোবর রাত আড়াইটার দিকে ভিডিওটি পোস্ট করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দ্রুতই ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওটিতে দেখা যায়, চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনের বাম্পারে ঝুলে আছেন এক যুবক। তিনি অটোরিকশার ছাদের প্লাস্টিক কাভার ধরে রেখেছেন। গাড়ির ভেতরে থাকা দুজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাঁকে বারবার আঘাত করছেন ও নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছেন। তবু ওই যুবক প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন গাড়িতে ওঠার। পেছনের একটি বাসে থাকা যাত্রী এই দৃশ্যটি মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করেন।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঘটনাটি ২৩ অক্টোবর দিবাগত রাত ১টা থেকে ২৪ অক্টোবর ভোর ৫টার মধ্যে মহাসড়কের মদনপুর এলাকায় ঘটতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় চালক গাড়ির পেছনে ঝাঁপিয়ে পড়েন এবং অটোরিকশা উদ্ধার করার চেষ্টা করেন। ভেতরে থাকা দুজন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের মাধ্যমে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ব্যর্থ হয়ে তারা চালককে একটি মোবাইল ফোন ফেরত দেন বলে ধারণা করা হচ্ছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওটি আমরা দেখেছি। তবে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। ঘটনাস্থল শনাক্ত ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে।’

বন্দর থানার পরিদর্শক মোহাম্মদ আনিসুর রহমান জানান, ভিডিওটি আমরা পেয়েছি। ধারণা করা হচ্ছে, মদনপুর থেকে লাঙ্গলবন্দের মাঝামাঝি কোথাও ঘটনাটি ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ভিডিও প্রকাশের পর মদনপুর সিএনজি অটোরিকশা স্ট্যান্ড ও আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে এখনো ছিনতাইকারী চক্র বা সংশ্লিষ্ট অটোরিকশার কোনো সন্ধান মেলেনি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনরা চালকের সাহসিকতা ও বীরত্বের প্রশংসা করছেন। অনেকেই মন্তব্য করেছেন, ‘নিজের জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি বাঁচানো সত্যিই অবিশ্বাস্য সাহসের কাজ।’ কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন রাস্তায় এমন ভয়াবহ ঘটনা ঘটলেও আশপাশের মানুষ কেন তাৎক্ষণিকভাবে সাহায্যে এগিয়ে আসেননি।

Please Share This Post in Your Social Media

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

চলন্ত সিএনজিতে চালক-ছিনতাইকারীর লড়াই, ভিডিও ভাইরাল

Reporter Name
Update Time : ০৫:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

চলন্ত অটোরিকশায় ছিনতাইকারীদের ছুরির আঘাত উপেক্ষা করে প্রাণপণ লড়াই করেছেন এক যুবক চালক। গাড়ির পেছনে ঝুলে থেকে নিজের অটোরিকশা রক্ষায় তার সেই মরিয়া চেষ্টা এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। ভয়াবহ সেই দৃশ্য ধারণ করেছেন পেছনে থাকা একটি বাসের যাত্রী, যা দেখে বিস্মিত নেটিজেনরা।

ঘটনাটি ঘটেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায়। ২৩ অক্টোবর দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে এটি ঘটে বলে দাবি করেছেন কক্সবাজারগামী বাসের যাত্রী নাজির উদ্দিন শাহ। তিনি তার ফেসবুক আইডিতে ২৩ অক্টোবর রাত আড়াইটার দিকে ভিডিওটি পোস্ট করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দ্রুতই ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওটিতে দেখা যায়, চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনের বাম্পারে ঝুলে আছেন এক যুবক। তিনি অটোরিকশার ছাদের প্লাস্টিক কাভার ধরে রেখেছেন। গাড়ির ভেতরে থাকা দুজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাঁকে বারবার আঘাত করছেন ও নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছেন। তবু ওই যুবক প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন গাড়িতে ওঠার। পেছনের একটি বাসে থাকা যাত্রী এই দৃশ্যটি মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করেন।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঘটনাটি ২৩ অক্টোবর দিবাগত রাত ১টা থেকে ২৪ অক্টোবর ভোর ৫টার মধ্যে মহাসড়কের মদনপুর এলাকায় ঘটতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় চালক গাড়ির পেছনে ঝাঁপিয়ে পড়েন এবং অটোরিকশা উদ্ধার করার চেষ্টা করেন। ভেতরে থাকা দুজন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের মাধ্যমে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ব্যর্থ হয়ে তারা চালককে একটি মোবাইল ফোন ফেরত দেন বলে ধারণা করা হচ্ছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওটি আমরা দেখেছি। তবে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। ঘটনাস্থল শনাক্ত ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে।’

বন্দর থানার পরিদর্শক মোহাম্মদ আনিসুর রহমান জানান, ভিডিওটি আমরা পেয়েছি। ধারণা করা হচ্ছে, মদনপুর থেকে লাঙ্গলবন্দের মাঝামাঝি কোথাও ঘটনাটি ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ভিডিও প্রকাশের পর মদনপুর সিএনজি অটোরিকশা স্ট্যান্ড ও আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে এখনো ছিনতাইকারী চক্র বা সংশ্লিষ্ট অটোরিকশার কোনো সন্ধান মেলেনি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনরা চালকের সাহসিকতা ও বীরত্বের প্রশংসা করছেন। অনেকেই মন্তব্য করেছেন, ‘নিজের জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি বাঁচানো সত্যিই অবিশ্বাস্য সাহসের কাজ।’ কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন রাস্তায় এমন ভয়াবহ ঘটনা ঘটলেও আশপাশের মানুষ কেন তাৎক্ষণিকভাবে সাহায্যে এগিয়ে আসেননি।