ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে একমাত্র শেয়ারধারী পরিচালকের পদত্যাগ ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার : ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান বাংলাদেশ ও বিএনপি : আগামী নির্বাচনে সম্ভাবনার দিগন্ত প্রধান বিচারপতির সঙ্গে সুইডেন ও নরওয়ের ৯ তরুণ রাজনীতিবিদের সাক্ষাৎ নভেম্বরে গণভোট চায় জামায়াত লুটপাট করে সার কারখানা ধ্বংস করে দিয়েছে আ.লীগ সরকার – মঈন খাঁন রাস্তায় ফেলে শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র নয়: হাসনাত আব্দুল্লাহ সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় আফগান-পাকিস্তান সংঘর্ষ স্থগিত: কাবুল প্রেমিকাকে আবাসিক হোটেলে নিয়ে ‘ধর্ষণ’, রক্তক্ষরণে মৃত্যু ডিবি পরিচয়ে বাসর ঘরে ডাকাতি, স্বর্ণালংকার লুট

চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো ঢাবি শিক্ষার্থীকে

Reporter Name
  • Update Time : ০৯:১৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
  • / ২০২ Time View

সহযাত্রীর সঙ্গে কথা কাটাকাটির জেরে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৬ মে) গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেসে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম মিরাজুল ইসলাম শিবলী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং জহুরুল হক হলের আবাসিক ছাত্র।

ভুক্তভোগী শিক্ষার্থী মিরাজুল ইসলাম শিবলী জানান, শনিবার বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনে ওঠেন। ট্রেনে প্রচুর ভিড় থাকায় ট্রেনের দরজায় দাঁড়িয়েই ঢাকায় আসছিলেন তিনি। পথিমধ্যে দরজায় ব্যাগ রাখাকে কেন্দ্র করে এক সহযাত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় তার। একপর্যায়ে তাদের মধ্যে মিটমাটও হয়ে যায়। কিন্তু ট্রেন গাজীপুর পৌঁছালে হঠাৎ করে পেছন থেকে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয় ওই যাত্রী। এর অনেকক্ষণ পর জ্ঞান ফিরলে পুলিশের সহায়তায় তিনি গাজীপুরে প্রাথমিক চিকিৎসা নেন।

তিনি অভিযোগ করে বলেন, জ্ঞান ফেরার পর প্রথমে ৯৯৯-এ কল করি। তবে পুলিশ আসতে যথেষ্ট দেরি হচ্ছিল। প্রায় আধা ঘণ্টা পর তারা এসে আমাকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে বিচারের দাবি জানাই।

ঢাবির সাবেক প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে একটা ফোন আসে। খবর পেয়ে আমি তাৎক্ষণিক গাজীপুরের পুলিশ কমিশনারকে বিষয়টা অবহিত করি। পাশাপাশি ছাত্রের হল প্রভোস্ট, ডিপার্টমেন্ট চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, শাহবাগ থানা পুলিশকে জানাই। স্থানীয় পুলিশ তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে তাকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, ওই ছাত্রের সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় খোঁজখবর রাখছে। পাশাপাশি অভিযুক্তকে দ্রুত শনাক্ত করতে গাজীপুর থানা ও রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো ঢাবি শিক্ষার্থীকে

Reporter Name
Update Time : ০৯:১৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩

সহযাত্রীর সঙ্গে কথা কাটাকাটির জেরে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৬ মে) গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেসে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম মিরাজুল ইসলাম শিবলী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং জহুরুল হক হলের আবাসিক ছাত্র।

ভুক্তভোগী শিক্ষার্থী মিরাজুল ইসলাম শিবলী জানান, শনিবার বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনে ওঠেন। ট্রেনে প্রচুর ভিড় থাকায় ট্রেনের দরজায় দাঁড়িয়েই ঢাকায় আসছিলেন তিনি। পথিমধ্যে দরজায় ব্যাগ রাখাকে কেন্দ্র করে এক সহযাত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয় তার। একপর্যায়ে তাদের মধ্যে মিটমাটও হয়ে যায়। কিন্তু ট্রেন গাজীপুর পৌঁছালে হঠাৎ করে পেছন থেকে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয় ওই যাত্রী। এর অনেকক্ষণ পর জ্ঞান ফিরলে পুলিশের সহায়তায় তিনি গাজীপুরে প্রাথমিক চিকিৎসা নেন।

তিনি অভিযোগ করে বলেন, জ্ঞান ফেরার পর প্রথমে ৯৯৯-এ কল করি। তবে পুলিশ আসতে যথেষ্ট দেরি হচ্ছিল। প্রায় আধা ঘণ্টা পর তারা এসে আমাকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে বিচারের দাবি জানাই।

ঢাবির সাবেক প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে একটা ফোন আসে। খবর পেয়ে আমি তাৎক্ষণিক গাজীপুরের পুলিশ কমিশনারকে বিষয়টা অবহিত করি। পাশাপাশি ছাত্রের হল প্রভোস্ট, ডিপার্টমেন্ট চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, শাহবাগ থানা পুলিশকে জানাই। স্থানীয় পুলিশ তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে তাকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, ওই ছাত্রের সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় খোঁজখবর রাখছে। পাশাপাশি অভিযুক্তকে দ্রুত শনাক্ত করতে গাজীপুর থানা ও রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি।