চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে কিশোর নিহত

- Update Time : ০২:৫৩:২০ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
- / ২৮৩ Time View
ঈদের দিন বন্ধুদের সঙ্গে চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের পূর্বস্থলি স্টেশনের কাছে।
নিহত কিশোরের নাম আজাদ শেখ। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, আজাদ শনিবার ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়। দুপুরে পূর্বস্থলি স্টেশন থেকে ট্রেনে ওঠে তারা। ট্রেন ছাড়তেই দরজা দিয়ে ঝুঁকে বন্ধুদের সঙ্গে সেলফি তুলতে যায় সে। এ সময় ধাক্কা খেয়ে ট্রেন থেকে পড়ে যায়।
স্থানীয়রা ওই কিশোরকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে কালনা মহকুমা হাসপাতালে স্থানান্তরের পর চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার সময় কে বা কারা ওই কিশোরের সঙ্গে ছিল তা জানার চেষ্টা করছে।