চলতি বছর দেশে সোনার দাম পরিবর্তন হয়েছে ৬২ বার

- Update Time : ০৮:০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
- / ৮২ Time View
বিদায়ের পথে থাকা ২০২৪ সালে দেশের বাজারে সোনার দামে ব্যাপক অস্থিরতা দেখা গেছে। বছরটিতে মোট ৬২ বার সোনার দাম পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৩৩ বার দাম বাড়ানো হয়েছে। বিপরীতে দাম কমানো হয় ২৯ বার।
চলতি বছরে প্রথমবার সোনার দাম নির্ধারণ করা হয় ১৮ জানুয়ারি। সে সময় সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা। আর সর্বশেষ দাম নির্ধারণ করা হয়েছে ৩০ ডিসেম্বর। এদিন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। অর্থাৎ বছরের শুরুতে এক ভরি সোনার যে দাম নির্ধারণ করা হয় তার থেকে আরও ২৫ হাজার ৮৪৭ টাকা বেড়ে বছর শেষ হচ্ছে।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে সর্বশেষ ৩০ ডিসেম্বর সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৪ টাকা কমিয়ে ১ লাখ ৩২ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮৬৩ টাকা কমিয়ে ১ লাখ ১৩ হাজার ১৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৩৫ টাকা কমিয়ে ৯২ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এই দামে দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর ২২ ক্যারেটের এক ভরি সোনা সর্বোচ্চ ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকায় বিক্রি হয়েছে। ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয়। আর চলতি বছর ২২ ক্যারেটের এক ভরি সোনার সর্বনিম্ন দাম ছিল ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা। ১৯ জানুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়