চরফ্যাশনে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামী ও দেবরের আমৃত্যু কারাদণ্ড

- Update Time : ১২:৪২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৭ Time View
ভোলার চরফ্যাশনে অন্যকে ফাঁসাতে গিয়ে স্ত্রী জাহানারা বেগম ও শিশুপুত্র আবিরকে (৮) হত্যার দায়ে আলোচিত অভিযুক্ত মাহাবুব আলম ওরফে মাফু ও ভাই ইব্রাহিমকে আমৃত্যু কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন চরফ্যাশন অতিরিক্ত দায়রা জজ আদালত।
বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত হোসেন এ রায় দেন। এ রায়ে আসামি পক্ষের আইনজীবী উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।
এ মামলায় অপর আসামি মান্নান মাঝির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়। আমৃত্যু কারাদণ্ড পাওয়া আসামি মাহাবুব ও ইব্রাহিম আপন ভাই, তারা একই মামলায় খালাস পাওয়া মান্নান মাঝির ছেলে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে অতিরিক্ত দায়রা জজ মো. শওকত হোসাইনের আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
মামলার রায়ের সময় রাস্ট্রপক্ষের আইনজীবী এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরণ ও আসামিপক্ষে অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর এবং অ্যাডভোকেট মাঈনুল ইসলাম নাবিল সরমান উপস্থিত ছিলেন।
১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালতে এ রায় দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হিরণ এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়