ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অর্থপাচার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার জাহাজভাঙা শিল্প উপকূলের জন্য মারাত্মক: পরিবেশ উপদেষ্টা চরফ্যাশনে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামী ও দেবরের আমৃত্যু কারাদণ্ড ঘরে আটকে রেখে কিশোরীকে ধর্ষণ, নারী গ্রেফতার টঙ্গীতে ম্যানহোলে পড়ে জ্যোতির মৃত্যু: ৯০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: ইসি সানাউল্লাহ জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ইসিতে আবেদন রাষ্ট্রপতির সাথে নব নিয়োগপ্রাপ্ত ২৫ বিচারপতির সৌজন্য সাক্ষাৎ রায়হান হত্যা মামলার শুনানী পেছালো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত মানতে ফের বিজ্ঞপ্তি

চরফ্যাশনে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামী ও দেবরের আমৃত্যু কারাদণ্ড

ভোলা প্রতিনিধি
  • Update Time : ১২:৪২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৭ Time View

ভোলার চরফ্যাশনে অন্যকে ফাঁসাতে গিয়ে স্ত্রী জাহানারা বেগম ও শিশুপুত্র আবিরকে (৮) হত্যার দায়ে আলোচিত অভিযুক্ত মাহাবুব আলম ওরফে মাফু ও ভাই ইব্রাহিমকে আমৃত্যু কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন চরফ্যাশন অতিরিক্ত দায়রা জজ আদালত।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত হোসেন এ রায় দেন। এ রায়ে আসামি পক্ষের আইনজীবী উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

এ মামলায় অপর আসামি মান্নান মাঝির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়। আমৃত্যু কারাদণ্ড পাওয়া আসামি মাহাবুব ও ইব্রাহিম আপন ভাই, তারা একই মামলায় খালাস পাওয়া মান্নান মাঝির ছেলে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে অতিরিক্ত দায়রা জজ মো. শওকত হোসাইনের আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

মামলার রায়ের সময় রাস্ট্রপক্ষের আইনজীবী এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরণ ও আসামিপক্ষে অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর এবং অ্যাডভোকেট মাঈনুল ইসলাম নাবিল সরমান উপস্থিত ছিলেন।

১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালতে এ রায় দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হিরণ এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

আদালত সূত্রে জানা যায়,আসামীদের পরিবারের সাথে তাদের গ্রামের জনৈক মিলন নক্তি’র জমিজমা নিয়ে বিরোধ ছিলো। এই বিরোধের সুত্র ধরে মিলন নক্তিকে ফাসিয়ে দেয়ার জন্য আসামী মাহাবুব এবং ইব্রাহীম ভিকটিম জাহানারা বেগমকে ২০১৮ সালের ৩০ মার্চ রাতে তার ঘরে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করে।  এই ঘটনা একই বিছানায় ঘুমিয়ে থাকা শিশু পুত্র আবির (৮) দেখে ফেলায়  আসামীরা আবীরিকেও হত্যা করে লাশ পাশের ডোবায় ফেলে দেয়।
ঘটনা ঘটিয়ে আসামী ইব্রাহীম অপর আসামী মাহাবুব কে তাদের ঘরের সামনের গাছের সাথে দড়ি দিয়ে বেধে চিৎকার চেচামেচি করে, আশেপাশের মানুষ আসলে তাদেরকে জানায় মিলন নক্তি ডাকাতি করতে এসে ভিকটিমদেরকে খুন করেছে। মাহাবুবের কথায় সন্দেহ হওয়ায় পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে নিজে স্ত্রী ও শিশু পুত্রকে হত্যার কথা স্বীকার করে, মূল ঘটনা খুলে বলে। পরে ভিকটিম জাহানারার পিতা মোঃ সৈয়দ আলী চৌকিদার ঘটনার দিনই বাদী হয়ে ৪ জন আসামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।
রাস্ট্রপক্ষের আইনজীবী এডিশনাল পিপি হযরত আলী হিরণ এই রায়ে সন্তোষ প্রকাশ করেন। অপর দিকে আসামী পক্ষের আইনজীবী এডভোকেট মাইনুল ইসলাম নাবিল সরমান  আমৃত্যু কারাদণ্ড পাওয়া রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

চরফ্যাশনে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে স্বামী ও দেবরের আমৃত্যু কারাদণ্ড

ভোলা প্রতিনিধি
Update Time : ১২:৪২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ভোলার চরফ্যাশনে অন্যকে ফাঁসাতে গিয়ে স্ত্রী জাহানারা বেগম ও শিশুপুত্র আবিরকে (৮) হত্যার দায়ে আলোচিত অভিযুক্ত মাহাবুব আলম ওরফে মাফু ও ভাই ইব্রাহিমকে আমৃত্যু কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন চরফ্যাশন অতিরিক্ত দায়রা জজ আদালত।

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত হোসেন এ রায় দেন। এ রায়ে আসামি পক্ষের আইনজীবী উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

এ মামলায় অপর আসামি মান্নান মাঝির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়। আমৃত্যু কারাদণ্ড পাওয়া আসামি মাহাবুব ও ইব্রাহিম আপন ভাই, তারা একই মামলায় খালাস পাওয়া মান্নান মাঝির ছেলে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে অতিরিক্ত দায়রা জজ মো. শওকত হোসাইনের আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

মামলার রায়ের সময় রাস্ট্রপক্ষের আইনজীবী এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরণ ও আসামিপক্ষে অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর এবং অ্যাডভোকেট মাঈনুল ইসলাম নাবিল সরমান উপস্থিত ছিলেন।

১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালতে এ রায় দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হিরণ এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

আদালত সূত্রে জানা যায়,আসামীদের পরিবারের সাথে তাদের গ্রামের জনৈক মিলন নক্তি’র জমিজমা নিয়ে বিরোধ ছিলো। এই বিরোধের সুত্র ধরে মিলন নক্তিকে ফাসিয়ে দেয়ার জন্য আসামী মাহাবুব এবং ইব্রাহীম ভিকটিম জাহানারা বেগমকে ২০১৮ সালের ৩০ মার্চ রাতে তার ঘরে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করে।  এই ঘটনা একই বিছানায় ঘুমিয়ে থাকা শিশু পুত্র আবির (৮) দেখে ফেলায়  আসামীরা আবীরিকেও হত্যা করে লাশ পাশের ডোবায় ফেলে দেয়।
ঘটনা ঘটিয়ে আসামী ইব্রাহীম অপর আসামী মাহাবুব কে তাদের ঘরের সামনের গাছের সাথে দড়ি দিয়ে বেধে চিৎকার চেচামেচি করে, আশেপাশের মানুষ আসলে তাদেরকে জানায় মিলন নক্তি ডাকাতি করতে এসে ভিকটিমদেরকে খুন করেছে। মাহাবুবের কথায় সন্দেহ হওয়ায় পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে নিজে স্ত্রী ও শিশু পুত্রকে হত্যার কথা স্বীকার করে, মূল ঘটনা খুলে বলে। পরে ভিকটিম জাহানারার পিতা মোঃ সৈয়দ আলী চৌকিদার ঘটনার দিনই বাদী হয়ে ৪ জন আসামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।
রাস্ট্রপক্ষের আইনজীবী এডিশনাল পিপি হযরত আলী হিরণ এই রায়ে সন্তোষ প্রকাশ করেন। অপর দিকে আসামী পক্ষের আইনজীবী এডভোকেট মাইনুল ইসলাম নাবিল সরমান  আমৃত্যু কারাদণ্ড পাওয়া রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।