চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ডাকলো গণঅধিকার পরিষদ

- Update Time : ০৭:২৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ৯৮ Time View
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে চতুর্থ দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দিয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। আগামী রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে সোমবার (১৩ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি।
শনিবার (১১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করে গণঅধিকার পরিষদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান দুর্নীতি-দুঃশাসন, বিচারহীনতা, অর্থপাচার ও সিন্ডিকেটের ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামো ভেঙে পড়াসহ সামগ্রিক নৈরাজ্য থেকে দেশের মানুষকে মুক্ত করার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে গণঅধিকার পরিষদ আগামী ১২ ও ১৩ নভেম্বর যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে।
গণঅধিকার পরিষদ দলমত নির্বিশেষে দেশের অস্তিত্ব রক্ষায় সর্বস্তরের জনগণকে ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ পালনের আহ্বান জানিয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়