চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশ থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

- Update Time : ০২:১৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / ১২ Time View
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা সংলগ্ন সড়কের পাশ থেকে পরিত্যক্ত রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ উদ্ধার করেছে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ।
শুক্রবার (২ রা মে) সকাল আনুমানিক ৯ টার সময় মরদেহটি উদ্ধার করা হয়, বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা। ধারণা করা হচ্ছে কোন এক সময় গাড়ির সাথে ধাক্কা খেয়ে সেই জায়গায় মরে পড়ে ছিল।
নিহত ব্যক্তির নাম আকতার কামাল(৫৫), সে উপজেলার চুনতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ বহদ্দার বাড়ির মৃত আবুল বশরের পুত্র এবং তিনি মানসিক ভাবে ভারসাম্যহীন, দীর্ঘদিন যাবৎ মহাসড়কেই ঘুরাঘুরি করতেন বলে জানা গেছে, তিনি কোন বিয়ে সাদীও করেননি।
হাসপাতাল সুত্রে জানা যায়, দোহাজারি হাইওয়ে পুলিশ আকতার কামাল নামে এক ব্যক্তির মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, তার শরীরের বেশকিছু হাড় ভেঙে গেছে, মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে, আঘাতের চিহ্ন অনুযায়ী লোকটি সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে দোহাজারি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, মহাসড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকার খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই সেখানে কর্তব্যরত চিকিৎসক সড়ক দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এবং লোকটি দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়