ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বিএনপি’র সাথে এনসিপি’র বৈঠক বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রি আন্দোলনে বহিরাগতদের হামলা, আহত ১৫ নেসকোতে প্রকৌশলী রোকনের গ্রেপ্তারের দাবিতে লংমার্চ ঘোষণা মদ বিক্রি না করায় টঙ্গীর জাবান হোটেলে ভাংচুরের অভিযোগ ইলিয়াস আলীসহ গুম হওয়া সবাইকে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন মুনিয়া হত্যাকাণ্ডে আফ্রিদির সম্পৃক্ততা খতিয়ে দেখবে সিআইডি : রাষ্ট্রপক্ষ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি টাকা নিজের জুস পান করে নিজেই বেহুঁশ অজ্ঞান পার্টির সদস্য ! জামাতের গায়ে ছুঁচোর গন্ধ বনাম নির্বাচন বানচালের নতুন তত্ত্ব “পি আর” 

চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮২ জনের বিরুদ্ধে মামলা

রাজনীতি ডেস্ক
  • Update Time : ১২:১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৯ Time View

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য, সাবেক সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংবাদিকসহ ১৮২ জনের বিরুদ্ধে মামলা করেছেন একেএম নুরুল্লাহ।

সোমবার (০১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ নালিশি মামলা করেন।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। বিষয়টি আদালতের পেশকার এম এ হাশেম কালবেলাকে নিশ্চিত করেন।

কারা কারা আছেন আসামির তালিকায়

আসামির তালিকায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক এমপি আনিসুল ইসলাম মাহমুদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, ব্যবসায়ী তরফদার রহুল আমিন, সাবেক মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ অনেকে আছেন। এ ছাড়া ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েকজনকেও আসামি করা হয়েছে।

কী ঘটেছিল ২০২৪ সালের ৪ আগস্ট

মামলার আরজিতে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট সকালে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী একদফা আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীরা চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় লাঠিচার্জ ও গুলি চালায়। এতে নুরুল্লাহসহ অন্তত ১৫-২০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং কয়েকজন নিহত হন। গুরুতর আহত নুরুল্লাহকে পরে পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীর থেকে একাধিক গুলি বের করা হলেও এখনো কয়েকটি রয়ে গেছে বলে দাবি করা হয়েছে।

বাদী নুরুল্লাহ বলেন, ‘কোনো নিরীহ বা নির্দোষ ব্যক্তিকে মামলার আসামি করিনি। বিশ্বাসযোগ্য সূত্র থেকে পাওয়া নাম যাচাই করে অন্তর্ভুক্ত করেছি। হাজারো নামের মধ্যে মাত্র ১৮২ জনকে আসামি করেছি।’

তিনি বলেন, ‘মামলাটি স্বেচ্ছায় করেছেন, কারও চাপ বা প্রভাবে নয়।’

বাদীর আইনজীবী তাসনিম আক্তার নিশাত কালবেলাকে জানান, দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৫, ৩২৬, ৩০৭, ১১৪ ও ১০৯ ধারায় মামলা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮২ জনের বিরুদ্ধে মামলা

রাজনীতি ডেস্ক
Update Time : ১২:১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য, সাবেক সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংবাদিকসহ ১৮২ জনের বিরুদ্ধে মামলা করেছেন একেএম নুরুল্লাহ।

সোমবার (০১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ নালিশি মামলা করেন।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। বিষয়টি আদালতের পেশকার এম এ হাশেম কালবেলাকে নিশ্চিত করেন।

কারা কারা আছেন আসামির তালিকায়

আসামির তালিকায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক এমপি আনিসুল ইসলাম মাহমুদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, ব্যবসায়ী তরফদার রহুল আমিন, সাবেক মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ অনেকে আছেন। এ ছাড়া ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েকজনকেও আসামি করা হয়েছে।

কী ঘটেছিল ২০২৪ সালের ৪ আগস্ট

মামলার আরজিতে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট সকালে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী একদফা আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীরা চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় লাঠিচার্জ ও গুলি চালায়। এতে নুরুল্লাহসহ অন্তত ১৫-২০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং কয়েকজন নিহত হন। গুরুতর আহত নুরুল্লাহকে পরে পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীর থেকে একাধিক গুলি বের করা হলেও এখনো কয়েকটি রয়ে গেছে বলে দাবি করা হয়েছে।

বাদী নুরুল্লাহ বলেন, ‘কোনো নিরীহ বা নির্দোষ ব্যক্তিকে মামলার আসামি করিনি। বিশ্বাসযোগ্য সূত্র থেকে পাওয়া নাম যাচাই করে অন্তর্ভুক্ত করেছি। হাজারো নামের মধ্যে মাত্র ১৮২ জনকে আসামি করেছি।’

তিনি বলেন, ‘মামলাটি স্বেচ্ছায় করেছেন, কারও চাপ বা প্রভাবে নয়।’

বাদীর আইনজীবী তাসনিম আক্তার নিশাত কালবেলাকে জানান, দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৫, ৩২৬, ৩০৭, ১১৪ ও ১০৯ ধারায় মামলা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।