চট্টগ্রামে বেঙ্গল মিউজিক একাডেমির যাত্রা শুরু

- Update Time : ১২:৪৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- / ৮৩ Time View
“শুদ্ধ সংস্কৃতি সুস্থ মন”এই শ্লোগানকে ধারণ করে চট্টগ্রামের পুরাতন চাঁদগাঁও থানার বিপরীতে বেঙ্গল সঙ্গীত একাডেমির যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে সঙ্গীত একাডেমির উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুবেল দাশ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান পরিচালক অসীম পান্ডে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল নয়ন সিংহ, চট্রগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এএসআই) ইমন মজুমদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী ও বাংলাদেশ শিশু একাডেমির তবলা বিভাগের প্রধান শিল্পী পলাশ দেব, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী নিশা চক্রবর্তী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে রুবেল দাশ বলেন, মানুষের মধ্যে দেশপ্রেম জাগাতে এবং অপসংস্কৃতি থেকে রেহাই পেতে সুষ্ঠু সংস্কৃতির কোন বিকল্প নেই।
পরে উদ্বোধন উপলক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বেঙ্গল সংগীত একাডেমির নিয়মিত শিল্পি ও অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন, পুরষ্কার বিতরণ এবং কেক কাঁটার মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়