ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে প্রতিবেশী যুবকের ছুরিকাঘাতে গৃহবধূ খুন

অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / ৩৮ Time View

চট্টগ্রামের পটিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিবেশী যুবকের ছুরিকাঘাতে শিউলী বেগম (৪২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পটিয়া উপজেলার জঙ্গলখাইন গ্রামে এ ঘটনা ঘটে। শিউলী বেগম জঙ্গলখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিরাজ গাজী বাড়ির মুহাম্মদ মুছার স্ত্রী।

গৃহবধূকে ছুরিকাঘাতকারী যুবক আলফাজুর রহমান ইয়াছিন ওরফে আলভী (১৮) প্রতিবেশী বাচা মিয়ার ছেলে। ঘটনার পর থেকে আলভী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিউলি বেগম এক মেয়ে ও দুই ছেলের মা। ছেলে শামীমের (১২) সঙ্গে ব্যাডমিন্টনের ব্যাট নিয়ে আলভীর ছোট ভাই তাহসিনের (১৪) ঝগড়া হয়। এর একপর্যায়ে তাহসিন পাথর ছুড়ে শামীমের মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনার জেরে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়।

এরপর আলভীর নেতৃত্বে তার পরিবারের সদস্যরা ভিকটিমের পরিবারের ওপর হামলা চালায়। এসময় শিউলিকে পেটে ছুরিকাঘাত করেন আলভী। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, জঙ্গলখাইনে দুই পরিবারের মধ্যে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে গৃহবধূ মারা গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত আলভী পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আলভীকে গ্রেফতারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

চট্টগ্রামে প্রতিবেশী যুবকের ছুরিকাঘাতে গৃহবধূ খুন

অনলাইন ডেস্ক
Update Time : ০৫:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামের পটিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিবেশী যুবকের ছুরিকাঘাতে শিউলী বেগম (৪২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পটিয়া উপজেলার জঙ্গলখাইন গ্রামে এ ঘটনা ঘটে। শিউলী বেগম জঙ্গলখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিরাজ গাজী বাড়ির মুহাম্মদ মুছার স্ত্রী।

গৃহবধূকে ছুরিকাঘাতকারী যুবক আলফাজুর রহমান ইয়াছিন ওরফে আলভী (১৮) প্রতিবেশী বাচা মিয়ার ছেলে। ঘটনার পর থেকে আলভী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিউলি বেগম এক মেয়ে ও দুই ছেলের মা। ছেলে শামীমের (১২) সঙ্গে ব্যাডমিন্টনের ব্যাট নিয়ে আলভীর ছোট ভাই তাহসিনের (১৪) ঝগড়া হয়। এর একপর্যায়ে তাহসিন পাথর ছুড়ে শামীমের মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনার জেরে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়।

এরপর আলভীর নেতৃত্বে তার পরিবারের সদস্যরা ভিকটিমের পরিবারের ওপর হামলা চালায়। এসময় শিউলিকে পেটে ছুরিকাঘাত করেন আলভী। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, জঙ্গলখাইনে দুই পরিবারের মধ্যে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে গৃহবধূ মারা গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত আলভী পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আলভীকে গ্রেফতারে অভিযান চলছে।