নম্বরহীন অটোরিকশা আটক
চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১৬
- Update Time : ০২:১৩:১২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ২৮ Time View
চট্টগ্রামে সিএনজি চালিত অটোরিকশা আটকের জেরে পুলিশের ওপর চালকদের হামলার ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) কর্ণফুলী থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, রোববার হামলার পরপর অভিযান শুরু হয়। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নগর পুলিশের জনসংযোগ শাখা জানিয়েছে, গ্রেপ্তারের পাশাপাশি ব্যাটারি চালিত ১৭টি অটোরিকশা এবং সিএনজি চালিত ৪৩টি অটোরিকশা আটক করা হয়।
এদিকে হামলার ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান কর্ণফুলী থানার ওসি জাহেদুল।
সিএনজি চালিত নম্বরহীন অটোরিকশা আটককে কেন্দ্র করে রোববার মইজ্জ্যার টেক এলাকায় চালকরা সংঘবদ্ধভাবে ট্রাফিক পুলিশ সদস্যদের ওপর হামলা করে। এ ঘটনায় এক ট্রাফিক সার্জেন্ট ও এক কনস্টেবল আহত হয়।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে ট্রাফিক পুলিশের একটি দল কর্ণফুলী থানার ফসিল সিএনজি স্টেশনের কাছে ইউটার্ন রাস্তার চেকপোস্টে নিবন্ধনহীন সিএনজি চালিত ১১টি অটোরিকশা আটক করে। আটকের পর চালকরাও কোনো কাগজপত্র দেখাতে না পারায় অটো রিকশাগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
আটক অটোরিকশাগুলো মনসুরাবাদ ডাম্পিং স্টেশনে আনার সময় চালকদের বিভিন্ন সংগঠনের নেতারা অন্যান্য চালকদের উস্কানি দিয়ে ঘটনার সূত্রপাত করে বলে পুলিশের ভাষ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুষ্কৃতিকারী অতর্কিতভাবে সিএনজির সামনে দাঁড়িয়ে পথরোধ করে। আটক করা অটোরিকশাগুলো নিয়ে যেতে দেবে না বলে তারা ঔদ্ধ্যত্বপূর্ণ আচরণ করে এবং একপর্যায়ে লাঠিসোঁটা ও ইট পাটকেল নিক্ষেপ করে তারা ‘ত্রাস সৃষ্টি’ করে।
এতে কনস্টেবল সালাউদ্দিন এবং সার্জেন্ট মো. ইমতিয়াজ শাহরিয়ার ভূঁইয়া আহত হয়ে মাটিতে পড়ে গেলে দুষ্কৃতিকারীরা আটক করা অটোরিকশাগুলো নিয়ে যায়।


























































































































































































