ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন

চট্টগ্রামের চন্দনাইশে জসিম, আনোয়ারায় কাজী মোজাম্মেল, বোয়ালখালীতে জাহেদুল নির্বাচিত

আবুল হাসেম, চট্টগ্রাম থেকে
  • Update Time : ০৯:২৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • / ৩৪ Time View

চট্টগ্রামের তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চন্দনাইশ উপজেলায় মোটর সাইকেল প্রতীকের জসিম উদ্দিন আহমেদ বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৩৮ হাজার ৩৯ টি।

তার নিকটতম প্রতিদ্বন্ধি ঘোড়া প্রতীকের প্রার্থী আবু আহমেদ চৌধুরী পেয়েছেন ২২ হাজার ৭৪ ভোট। তাছাড়া আনারস প্রতীতের প্রার্থী আহমদ হোসেন ফকির পেয়েছেন ৪০২ ভোট। অপর প্রাথী দোয়াতকলম প্রতীকের আরিফুল ইসলাম চৌধুরী পেয়েছেন ১৯৭ ভোট।

চন্দনাইশ উপজেলার দুইটি পৌরসভা ও ৮ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৬০৭ জন ভোটারের বিপরীতে মোট ভোট পড়েছে ৬১ হাজার ৯২১টি।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদের চারজন ও ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতায় ছিলেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে মোট ৪৪ হাজার ৭১৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি রুপম দেব উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ২১৯ ভোট।

তালা প্রতীকের অপর প্রার্থী মোঃ একরামুল হোসেন পেয়েছেন ৬ হাজার ৫৩০ ভোট। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্ধি না থাকায় খালেদা আকতার চৌধুরী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

দিনভর নির্বাচনী ভোট গ্রহন শেষে উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা মোঃ রাকিবুজ্বামান রেনু চন্দনাইশ উপজেলার ৬৮ কেন্দ্রের নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। মহিলা ও পুরুষ মিলিয়ে সর্বমোট ৩২.৩২% ভোটার এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

অন্যদিকে আনোয়ারা উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী কাজী মোজাম্মেল হক ৫৮ হাজার ৮৩০ ভোট পেয়ে বেসরকারী ভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের প্রার্থী তৌহিদুর হক চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৮০৭ ভোট।

এ উপজেলায় ২ লাখ ৩৩ হাজার ১০৯ ভোটারের বিপরীতে ভোট পড়েছে ৯৮ হাজার ৫৩৭টি। এ উপজেলায় ভোটাধিকার প্রয়োগের হার ৪২ দশমিক ২৭ শতাংশ। অপরদিকে বোয়ালখালী উপজেলায় চেয়ারম্যান পদে হেলিকপ্টার প্রতীকের প্রার্থী জাহেদুল হক ৩০ হাজার ৫৭৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আনারস প্রতীকের প্রার্থী মো. শফিক পেয়েছেন ১৯ হাজার ১১০ ভোট। বোয়ালখালীতে ২ লাখ ১০ হাজার ৩৪০ ভোটারের বিপরীতে ভোট পড়েছে ৮০ হাজার ৫৬৭।

পটিয়ায় নির্বাচিত হয়েছেন দিদারুল আলম।

চট্টগ্রামের পটিয়া উপজেলায় দিদারুল আলম বেসরকারীভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার (২৯ মে) রাতে পটিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ফলাফল অনুয়ায়ী, চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকের প্রার্থী দিদারুল আলম পেয়েছেন ৫৬ হাজার ৫৪১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী হারুনুর রশিদ পেয়েছেন ৪৬ হাজার ১৪২ ভোট। ৩ লাখ ৩৪ হাজার ৫৪৫ জন ভোটারের পটিয়া উপজেলায় এবারের নির্বাচনে ভোট পড়েছে ১ লাখ ৬ হাজার ২৯১টি। যা মোট ভোটের ৩১ দশমিক ৭৭ শতাংশ। ভোট বাতিল হয়েছে ৩ হাজার ৬০৮টি। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আবু সালেহ মোহাম্মদ শাহরিয়ার পেয়েছেন ২৩ হাজার ৮৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী এমদাদুল হাসান পেয়েছেন ২৩ হাজার ৭৩ ভোট।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত মাজেদা বেগম পেয়েছেন ২৪ হাজার ৮৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী সাজেদা বেগম পেয়েছেন ২৪ হাজার ৭৩১ ভোট। নির্বাচনে দিন প্রার্থীর সমর্থকরা ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যাওয়ায় একটি কেন্দ্রের ফলাফল স্থগিত করে নির্বাচন কমিশন।

স্থগিত হওয়া পূর্ব পিংগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে রয়েছে ৩ হাজার ৬১৫ ভোট। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। একটি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে। নতুন করে তফসিল ঘোষণা হলে ওই কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন

চট্টগ্রামের চন্দনাইশে জসিম, আনোয়ারায় কাজী মোজাম্মেল, বোয়ালখালীতে জাহেদুল নির্বাচিত

Update Time : ০৯:২৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

চট্টগ্রামের তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চন্দনাইশ উপজেলায় মোটর সাইকেল প্রতীকের জসিম উদ্দিন আহমেদ বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৩৮ হাজার ৩৯ টি।

তার নিকটতম প্রতিদ্বন্ধি ঘোড়া প্রতীকের প্রার্থী আবু আহমেদ চৌধুরী পেয়েছেন ২২ হাজার ৭৪ ভোট। তাছাড়া আনারস প্রতীতের প্রার্থী আহমদ হোসেন ফকির পেয়েছেন ৪০২ ভোট। অপর প্রাথী দোয়াতকলম প্রতীকের আরিফুল ইসলাম চৌধুরী পেয়েছেন ১৯৭ ভোট।

চন্দনাইশ উপজেলার দুইটি পৌরসভা ও ৮ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৬০৭ জন ভোটারের বিপরীতে মোট ভোট পড়েছে ৬১ হাজার ৯২১টি।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদের চারজন ও ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতায় ছিলেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে মোট ৪৪ হাজার ৭১৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি রুপম দেব উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ২১৯ ভোট।

তালা প্রতীকের অপর প্রার্থী মোঃ একরামুল হোসেন পেয়েছেন ৬ হাজার ৫৩০ ভোট। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্ধি না থাকায় খালেদা আকতার চৌধুরী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

দিনভর নির্বাচনী ভোট গ্রহন শেষে উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা মোঃ রাকিবুজ্বামান রেনু চন্দনাইশ উপজেলার ৬৮ কেন্দ্রের নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। মহিলা ও পুরুষ মিলিয়ে সর্বমোট ৩২.৩২% ভোটার এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

অন্যদিকে আনোয়ারা উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী কাজী মোজাম্মেল হক ৫৮ হাজার ৮৩০ ভোট পেয়ে বেসরকারী ভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের প্রার্থী তৌহিদুর হক চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৮০৭ ভোট।

এ উপজেলায় ২ লাখ ৩৩ হাজার ১০৯ ভোটারের বিপরীতে ভোট পড়েছে ৯৮ হাজার ৫৩৭টি। এ উপজেলায় ভোটাধিকার প্রয়োগের হার ৪২ দশমিক ২৭ শতাংশ। অপরদিকে বোয়ালখালী উপজেলায় চেয়ারম্যান পদে হেলিকপ্টার প্রতীকের প্রার্থী জাহেদুল হক ৩০ হাজার ৫৭৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আনারস প্রতীকের প্রার্থী মো. শফিক পেয়েছেন ১৯ হাজার ১১০ ভোট। বোয়ালখালীতে ২ লাখ ১০ হাজার ৩৪০ ভোটারের বিপরীতে ভোট পড়েছে ৮০ হাজার ৫৬৭।

পটিয়ায় নির্বাচিত হয়েছেন দিদারুল আলম।

চট্টগ্রামের পটিয়া উপজেলায় দিদারুল আলম বেসরকারীভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার (২৯ মে) রাতে পটিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ফলাফল অনুয়ায়ী, চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকের প্রার্থী দিদারুল আলম পেয়েছেন ৫৬ হাজার ৫৪১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী হারুনুর রশিদ পেয়েছেন ৪৬ হাজার ১৪২ ভোট। ৩ লাখ ৩৪ হাজার ৫৪৫ জন ভোটারের পটিয়া উপজেলায় এবারের নির্বাচনে ভোট পড়েছে ১ লাখ ৬ হাজার ২৯১টি। যা মোট ভোটের ৩১ দশমিক ৭৭ শতাংশ। ভোট বাতিল হয়েছে ৩ হাজার ৬০৮টি। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আবু সালেহ মোহাম্মদ শাহরিয়ার পেয়েছেন ২৩ হাজার ৮৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী এমদাদুল হাসান পেয়েছেন ২৩ হাজার ৭৩ ভোট।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত মাজেদা বেগম পেয়েছেন ২৪ হাজার ৮৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী সাজেদা বেগম পেয়েছেন ২৪ হাজার ৭৩১ ভোট। নির্বাচনে দিন প্রার্থীর সমর্থকরা ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যাওয়ায় একটি কেন্দ্রের ফলাফল স্থগিত করে নির্বাচন কমিশন।

স্থগিত হওয়া পূর্ব পিংগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে রয়েছে ৩ হাজার ৬১৫ ভোট। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। একটি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে। নতুন করে তফসিল ঘোষণা হলে ওই কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে।