ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ঘরের মাঠে বার্সেলোনাকে বিধ্বস্ত করল চেলসি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ১০:১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ৯ Time View

চেলসিরি জয়

তখন এক গোলে এগিয়ে গেছে চেলসি, ফাউল করে লাল কার্ড দেখে বেরিয়ে গেছেন বার্সেলোনার অধিনায়ক রোনাল্ড আরাহু।

কোনঠাসা বার্সাকে ধসিয়ে দিতে বাম-প্রান্ত থেকে ম্যাজিক্যাল মুভে তীব্র গতির শটে জাল খুঁজে নিলেন এস্তেভাও উইলিয়ান। পরে আরেক গোল পেল চেলসি, জিতল বড় ব্যবধানে। তবে চোখ ধাঁধানো গোলে সব আলো যেন কেড়ে নিলেন ব্রাজিলিয়ান তারকা।

মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে বার্সেলোনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে চেলসি।

স্ট্যামফোর্ড ব্রিজে এই ম্যাচের আগে দুই ১৮ বছর বয়সীর দিকেই সবার নজর ছিল, একদিকে বার্সার লামিন ইমায়াল আর আরেক দিকে চেলসির এস্তেভাও। যদিও চেলসি বস এনজো মারেসকা তার খেলোয়াড়কে (এস্তেভাও) এসব তুলনা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিলেন।

বিরতির ১০ মিনিট পর এস্তেভাও তার জাদুর মুহূর্তটি দেখান। ডান দিক থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে জোয়ান গার্সিয়ার জালের ওপরের দিকে জোরালো শটে বল জড়ান তিনি।

চেলসিতে নিজের প্রথম মৌসুমে ক্লাব ও দেশের হয়ে এটি এই উইঙ্গারের ১০ম গোল।

আগে থেকেই ১-০ গোলে পিছিয়ে থাকা এবং ১০ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনার জন্য এস্তেভাওয়ের গোল পরিস্থিতি আরও কঠিন করে তোলে। এরপর ৭৩ মিনিটে বদলি খেলোয়াড় লিয়াম ডেলাপ খুব কাছ থেকে বল জালে জড়িয়ে ম্যাচের ভাগ্য পুরোপুরি নির্ধারণ করে দেন।

ডেলাপের গোলটি প্রথমে অফসাইডের কারণে বাতিল করা হলেও, ভিএআর (ভিএআর) মাঠের রেফারিদের সিদ্ধান্ত পাল্টে দেয়।

ম্যাচের শুরু থেকেই ম্লান বার্সেলোনা দলের বিরুদ্ধে চেলসি আধিপত্য দেখিয়েছে, ২০ মিনিটের ভেতর বল দুবার জালে জড়ালেও হ্যান্ড বল ও অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে ২৭তম মিনিটে শর্ট-কর্নার থেকে স্বাগতিকদের চাপ অবশেষে কাজে আসে।

বক্সে বল পাঠানো হলে বার্সেলোনার রক্ষণভাগে বিশৃঙ্খলা তৈরি হয় এবং জুলস কুন্দের গায়ে লেগে বল জালে জড়িয়ে আত্মঘাতী গোল হয়।

প্রথমার্ধের ঠিক আগে ম্যাচের মোড় ঘুরে যায় যখন কুকুরেলাকে ফাউল করার দায়ে বার্সেলোনা অধিনায়ক আরাহু দ্বিতীয় হলুদ কার্ড দেখেন।

দ্বিতীয়ার্ধেও চেলসি তাদের আক্রমণের তীব্রতা বজায় রাখে এবং এস্তেভাও ও ডেলাপের গোলে পুরস্কৃত হয়, অন্যদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি।

এস্তেভাও গোল করার পর স্ট্যামফোর্ড ব্রিজের দর্শকরা নিষ্প্রভ ইয়ামালকে উদ্দেশ্য করে ব্যঙ্গ করে এবং ম্যাচের শেষ দিকে তাকে তুলে নেওয়ার সময় দুয়োধ্বনি দেয়।

এই জয়ে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের পাঁচে থাকল চেলসি। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান ১৫ নম্বরে।

Please Share This Post in Your Social Media

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ঘরের মাঠে বার্সেলোনাকে বিধ্বস্ত করল চেলসি

স্পোর্টস ডেস্ক
Update Time : ১০:১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

তখন এক গোলে এগিয়ে গেছে চেলসি, ফাউল করে লাল কার্ড দেখে বেরিয়ে গেছেন বার্সেলোনার অধিনায়ক রোনাল্ড আরাহু।

কোনঠাসা বার্সাকে ধসিয়ে দিতে বাম-প্রান্ত থেকে ম্যাজিক্যাল মুভে তীব্র গতির শটে জাল খুঁজে নিলেন এস্তেভাও উইলিয়ান। পরে আরেক গোল পেল চেলসি, জিতল বড় ব্যবধানে। তবে চোখ ধাঁধানো গোলে সব আলো যেন কেড়ে নিলেন ব্রাজিলিয়ান তারকা।

মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে বার্সেলোনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে চেলসি।

স্ট্যামফোর্ড ব্রিজে এই ম্যাচের আগে দুই ১৮ বছর বয়সীর দিকেই সবার নজর ছিল, একদিকে বার্সার লামিন ইমায়াল আর আরেক দিকে চেলসির এস্তেভাও। যদিও চেলসি বস এনজো মারেসকা তার খেলোয়াড়কে (এস্তেভাও) এসব তুলনা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিলেন।

বিরতির ১০ মিনিট পর এস্তেভাও তার জাদুর মুহূর্তটি দেখান। ডান দিক থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে জোয়ান গার্সিয়ার জালের ওপরের দিকে জোরালো শটে বল জড়ান তিনি।

চেলসিতে নিজের প্রথম মৌসুমে ক্লাব ও দেশের হয়ে এটি এই উইঙ্গারের ১০ম গোল।

আগে থেকেই ১-০ গোলে পিছিয়ে থাকা এবং ১০ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনার জন্য এস্তেভাওয়ের গোল পরিস্থিতি আরও কঠিন করে তোলে। এরপর ৭৩ মিনিটে বদলি খেলোয়াড় লিয়াম ডেলাপ খুব কাছ থেকে বল জালে জড়িয়ে ম্যাচের ভাগ্য পুরোপুরি নির্ধারণ করে দেন।

ডেলাপের গোলটি প্রথমে অফসাইডের কারণে বাতিল করা হলেও, ভিএআর (ভিএআর) মাঠের রেফারিদের সিদ্ধান্ত পাল্টে দেয়।

ম্যাচের শুরু থেকেই ম্লান বার্সেলোনা দলের বিরুদ্ধে চেলসি আধিপত্য দেখিয়েছে, ২০ মিনিটের ভেতর বল দুবার জালে জড়ালেও হ্যান্ড বল ও অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে ২৭তম মিনিটে শর্ট-কর্নার থেকে স্বাগতিকদের চাপ অবশেষে কাজে আসে।

বক্সে বল পাঠানো হলে বার্সেলোনার রক্ষণভাগে বিশৃঙ্খলা তৈরি হয় এবং জুলস কুন্দের গায়ে লেগে বল জালে জড়িয়ে আত্মঘাতী গোল হয়।

প্রথমার্ধের ঠিক আগে ম্যাচের মোড় ঘুরে যায় যখন কুকুরেলাকে ফাউল করার দায়ে বার্সেলোনা অধিনায়ক আরাহু দ্বিতীয় হলুদ কার্ড দেখেন।

দ্বিতীয়ার্ধেও চেলসি তাদের আক্রমণের তীব্রতা বজায় রাখে এবং এস্তেভাও ও ডেলাপের গোলে পুরস্কৃত হয়, অন্যদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি।

এস্তেভাও গোল করার পর স্ট্যামফোর্ড ব্রিজের দর্শকরা নিষ্প্রভ ইয়ামালকে উদ্দেশ্য করে ব্যঙ্গ করে এবং ম্যাচের শেষ দিকে তাকে তুলে নেওয়ার সময় দুয়োধ্বনি দেয়।

এই জয়ে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের পাঁচে থাকল চেলসি। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান ১৫ নম্বরে।