ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঘটনাটি এখনো আমাকে অস্বস্তিতে ফেলে: মৌনি রায়

বিনোদন ডেস্ক
  • Update Time : ১২:৩৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ৭০ Time View

মৌনি রায় I ছবি: সংগৃহীত

বলিউডের ঝলমলে আলোর পেছনে যে কতটা অন্ধকার লুকিয়ে থাকে, তা আবারও সামনে আনলেন অভিনেত্রী মৌনি রায়। গ্ল্যামার আর খ্যাতির জগতে প্রবেশের শুরুর দিকেই যে তাকে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল, সেটি জানাতে গিয়ে ভেঙে পড়েন তিনি। মাত্র ২১ বছর বয়সে এক অডিশনের সময় যে অপমানজনক পরিস্থিতির শিকার হয়েছিলেন, সেই স্মৃতি এখনো তাড়া করে বেড়ায় অভিনেত্রীকে।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনটিই জানান দেন মৌনি।

অভিনেত্রী জানান, জানান, তখন তার বয়স ২১ থেকে ২২ বছর। একদিন একটি অডিশনের জন্য তিনি এক অফিসে যান। সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন। সেই সময় একটি দৃশ্যের বর্ণনা দেওয়া হচ্ছিল; যেখানে নায়িকা পানিতে পড়ে অচেতন হয়ে যান এবং নায়ক তাকে টেনে তুলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেন।

এরপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনাটি। মৌনি জানান, সেখানে উপস্থিত এক ব্যক্তি হঠাৎই তার দিকে এগিয়ে এসে কোনো অনুমতি না নিয়েই ঠোঁট চেপে ধরেন, আর রীতিমতো সে কাজটি করে দৃশ্যটি দেখাতে শুরু করেন।

অভিনেত্রী বলেন, ‘কয়েক সেকেন্ডের জন্য বুঝতেই পারিনি, আমার সঙ্গে কী হচ্ছে। আমি কাঁপতে শুরু করি, আর তারপর এক দৌড়ে নিচে নেমে যাই। আমাকে মানসিকভাবে এতটাই আঘাত করেছিল যে, ঘটনাটি অনেকদিন পর্যন্ত আমাকে অস্বস্তিতে ফেলে, এখনো মনে পড়ে।’

যদিও মৌনি সেই ব্যক্তির নাম বা পরিচয় প্রকাশ করেননি, তবে সেই অভিজ্ঞতা তার মনে গভীর ছাপ ফেলে গেছে, সেটা প্রকাশ করেছেন।

২০১৮ সালে অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মৌনীর। এরপর ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘মেড ইন চায়না’ এবং ব্লকবাস্টার ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’-তে তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

ঘটনাটি এখনো আমাকে অস্বস্তিতে ফেলে: মৌনি রায়

বিনোদন ডেস্ক
Update Time : ১২:৩৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

বলিউডের ঝলমলে আলোর পেছনে যে কতটা অন্ধকার লুকিয়ে থাকে, তা আবারও সামনে আনলেন অভিনেত্রী মৌনি রায়। গ্ল্যামার আর খ্যাতির জগতে প্রবেশের শুরুর দিকেই যে তাকে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল, সেটি জানাতে গিয়ে ভেঙে পড়েন তিনি। মাত্র ২১ বছর বয়সে এক অডিশনের সময় যে অপমানজনক পরিস্থিতির শিকার হয়েছিলেন, সেই স্মৃতি এখনো তাড়া করে বেড়ায় অভিনেত্রীকে।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনটিই জানান দেন মৌনি।

অভিনেত্রী জানান, জানান, তখন তার বয়স ২১ থেকে ২২ বছর। একদিন একটি অডিশনের জন্য তিনি এক অফিসে যান। সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন। সেই সময় একটি দৃশ্যের বর্ণনা দেওয়া হচ্ছিল; যেখানে নায়িকা পানিতে পড়ে অচেতন হয়ে যান এবং নায়ক তাকে টেনে তুলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেন।

এরপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনাটি। মৌনি জানান, সেখানে উপস্থিত এক ব্যক্তি হঠাৎই তার দিকে এগিয়ে এসে কোনো অনুমতি না নিয়েই ঠোঁট চেপে ধরেন, আর রীতিমতো সে কাজটি করে দৃশ্যটি দেখাতে শুরু করেন।

অভিনেত্রী বলেন, ‘কয়েক সেকেন্ডের জন্য বুঝতেই পারিনি, আমার সঙ্গে কী হচ্ছে। আমি কাঁপতে শুরু করি, আর তারপর এক দৌড়ে নিচে নেমে যাই। আমাকে মানসিকভাবে এতটাই আঘাত করেছিল যে, ঘটনাটি অনেকদিন পর্যন্ত আমাকে অস্বস্তিতে ফেলে, এখনো মনে পড়ে।’

যদিও মৌনি সেই ব্যক্তির নাম বা পরিচয় প্রকাশ করেননি, তবে সেই অভিজ্ঞতা তার মনে গভীর ছাপ ফেলে গেছে, সেটা প্রকাশ করেছেন।

২০১৮ সালে অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মৌনীর। এরপর ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘মেড ইন চায়না’ এবং ব্লকবাস্টার ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’-তে তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।