গ্রামে গ্রামে প্রান্তিক মানুষের কাছে আমাদের পৌছাতে হবে – নওশাদ জমির

- Update Time : ০৬:৪৫:২১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ২১৬ Time View
বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন বিএনপির ১৯ দফা এবং জাতীয় নির্বাচনে সরকার গঠন করলে আমাদের যে পরিকল্পনা তা প্রান্তিক মানুষের কাছে পৌছাতে হবে।
মানুষ বিএনপিকে ভোট দেয়ার জন্য অপেক্ষায় রয়েছে । দীর্ঘদিন ভোট বঞ্চিত মানুষেরা তাদের পছন্দের নেতাদের কাছ থেকে দেশ গঠনের পরিকল্পনা জানতে চাইবে এটাই স্বাভাবিক।
তিনি বলেন দেশ গঠনে প্রান্তিক পর্যায়ের মানুষের অসামান্য ভূমিকা রয়েছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির যে পরিকল্পনা তা এখন গণমানুষের কাছে পৌছাতে হবে।
জাতীয় নির্বাচনের প্রার্থমিক রোডম্যাপ ঘোষণার পর সরকার গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ১৮০ দিনের পরিকল্পনা ঘোষণা করে বিএনপি । আর এই ঘোষণা পত্র নিয়ে গ্রামে গ্রামে সাধারন মানুষের সাথে দেখা করছেন বিএনপির এই নেতা।
গতকাল সকাল থেকে সারাদিন সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নে গণসংযোগের মাধ্যমে এই কর্মসূচী পালন করেন তিনি। এসময় তিনি এসব কথা বলেন।
প্রত্যন্ত গ্রামে গিয়ে বিএনপির ১৯ দফা এবং ১৮০ দিনের কর্মসূচীর লিফলেট বিতরণ করার পাশাপাশি এ সম্পর্কে সাধারন মানুষের সাথে আলোচনা করেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, পরিবেশ, আইন শৃংখলা,কৃষি সহ ২৩ টি উন্নয়ন পরিকল্পনা রয়েছে বিএনপির এই কর্মসূচীতে।
এসময় নওশাদ জমির আরও বলেন, মামলা, গুম আর মৃত্যুর শংকা নিযেও গত ১৭ বছর বিএনপির নেতা কর্মীরা সাধারন মানুষের পাশে ছিলো।
মুলত: সাধারন মানুষের খোঁজ খবর নেয়া আর বিএনপির ১৮০ দিনের পরিকল্পনা তাদের কাছে তুলে ধরাই এই কর্মসূচী। গণসংযোগের সময় তিনি নারীদের সাথে মত বিনিময় করেন। অসুস্থ নেতা কর্মীদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নেন।
এসময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য রীনা পারভিন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আলতাব হোসেন সেলিম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহফুজুর রহমান বাবু, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান মুক্তি সহ ওয়ার্ড, ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়