গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

- Update Time : ০৮:১৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ২৪৭ Time View
মাদারীপুরের শিবচর উপজেলায় গোসল করতে নেমে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ হাওলাদার কান্দি এলাকায়- এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবচরের বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ হাওলাদার কান্দি নামক এলাকার সুরুজ মুন্সীর ছেলে হুজায়ফা (৫) এবং একই গ্রামের বাকের মিয়ার ছেলে হামীম (৮)।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়। শিবচরের বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ হাওলাদার কান্দি এলাকায় খালের আমজাদ উকিল সেতুর নিচে ২ টি শিশু এক সাথে গোসল করতে নামে হুজায়ফা ও হামীম। এ সময় হঠাৎ করেই স্রোতে ডুবে যায় ঐ দুই শিশু। গোসল করতে থাকা অন্য শিশুরা উপড়ে উঠে চিৎকার করলে স্থানীয়রা পানিতে নেমে অনেক খোজ করতে থাকেন। খোজ করার কিছুক্ষণ পরই হামিমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এরপর প্রায় ৪০ মিনিট পরে হুজায়ফাকে উদ্ধার করে স্থানীয়রা। উদ্ধার করে দুই শিশুকে শিবচরের পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শিবচরের বন্দরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান খান সাদ্দাম বলেন, ঘটনাটি খুই মর্মান্তিক। এক সাথে দুই শিশু মারা গেছে। খবর পেয়ে আমি নিহতের বাড়িতে গিয়েছি।
শিবচর থানার উপ-পরিদর্শক মো. মোদাচ্ছের মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। বেশ কয়েকজন শিশু এক সাথে মিলে খালে গোসল করতে নামলে স্রোতের টানে দুই শিশু তলিয়ে যায়। পড়ে মৃত অবস্থায় স্থানীয়রা ঐ দুই শিশুকে উদ্ধার করে।