গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনায় এক শিশু খুন

- Update Time : ০৫:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ১২৫ Time View
গাইবান্ধার গোবিন্দগঞ্জ তুচ্ছ ঘটনায় এক শিশু খুন হয়েছে। জানাগেছে, গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে খেলাকে কেন্দ্র করে শিশু ইমান আলীর হাতে থাকা চাকুর আঘাতে শিশু হোসেন আলী (৭) সোমবার দুপুরে নিহত হয়েছে।
স্থানীয়রা জানায়, সোমবার উপজেলার শালমারা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে ময়নুল ইসলামের পুত্র হোসেন আলী ও একই গ্রামের মোয়াজ্জেম উদ্দিন গোলজারের পুত্র ইমান আলী খেলা করছিল।
খেলার এক পর্যায়ে দু’জনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে মারপিটের ঘটনা ঘটে। এসময় ইমান আলীর হাতে থাকা একটি চাকু হোসেন আলীকে লক্ষ্য করে নিক্ষেপ করলে চাকুটি হোসেন আলীর বাম চোখে লেগে আহত হয়।
পরে আশেপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় হোসেন আলীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পর তার অবস্থার অবনতি হলে বগুড়ার একটি বেসরকারি হাসপাতলে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) বুলবুল আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।