গোবিন্দগঞ্জে ট্রেনের ধাক্কায় স্টেশন মাস্টারের মৃত্যু

- Update Time : ০৬:৩৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- / ২৫৩ Time View
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেল স্টেশনে ট্রেনে ওঠার সময় ট্রেনের ধাক্কায় রেল লাইনে পড়ে গিয়ে হাত-পা বিচ্ছিন্ন হয়ে স্টেশন মাস্টারের মৃত্যু হয়েছে।
৭ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেল স্টেশনে এ দুর্ঘটনায় নিহত হন মহিমাগঞ্জ রেলস্টেশন মাস্টার নাম মো: আব্দুস সোবহান আকন্দ। চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি এখানে অতিরিক্ত চুক্তিভিত্তিক স্টেশন মাস্টার হিসেবে মহিমাগঞ্জ রেল স্টেশনে কর্মরত ছিলেন।
মহিমাগঞ্জ রেল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার সোহাগ খান জানান, ডিউটি শেষ করে স্টেশন মাস্টার আব্দুস সোবহান তার গাইবান্ধা শহরের বাসায় যাওয়ার জন্য বুড়িমারীগামী আন্তঃনগর ৭১৩ আপ করতোয়া এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন।
ট্রেনটি ছেড়ে দিলে চলতি ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে তিনি প্লাটফরমের নিচে রেল লাইনে পড়ে যান। তখন ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।
ট্রেন চলে গেলে প্রতক্ষ্যদর্শীরা চিকিৎসার জন্য ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় । কিন্তু তার শারীরিক অবস্থা আশঙ্কা জনক হওয়ায়,
তাকে উন্নত চিকিৎসার জন্য মুমূর্ষু অবস্থায় তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মৃত্যু বরণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়